Docker এবং Docker Compose কীভাবে শিখবেন? শুরু থেকে ডকার শিখার রিসোর্স

Docker and Docker Compose course is now live on YouTube!

যে কেউ ডকার নিয়ে কাজ করতে পারবে এই কোর্স টা শেষ করলে। Completely Free for everyone, let’s enjoy

এই কোর্সে শুধুমাত্র বোরিং স্লাইড দেখিয়ে আপনাকে বিরক্ত করা হবে না। এই Hands on Course এ ৩টা প্রোজেক্ট কে dockerize করে দেখানো হয়েছে। একটি basic Javascript application, একটি Node JS এবং আরেকটি React JS। যখন স্লাইড প্রয়োজন তখন স্লাইড দেখিয়েছি, যখন কোডিং করা প্রয়োজন তখন কোডিং করে দেখিয়েছি, আর যখন command line এ command দেওয়া লেগেছে তখন Docker এর command গুলো দিয়ে শিখানোর চেষ্টা করেছি।

কি শিখতে যাচ্ছেন?

  • Docker কী এবং কেন প্রয়োজন তা বুঝতে পারবেন
  • Docker Image এবং Docker Container
  • কীভাবে Docker Image বিল্ড করবেন
  • কীভাবে Docker Container Run করবেন
  • Pulling Docker Images from Docker Hub
  • React JS, Node JS এবং basic Javascript application কীভাবে dockerize করবেন
  • Multi Container Application কীভাবে চালাবেন
  • Docker Volumes
  • Basic Docker Networking
  • Docker Compose for Multiple services
  • Docker Bind Mount
  • Docker এর essential সব command

তাহলে দেখা হচ্ছে কোর্সে।
Course Link: https://youtube.com/playlist?list=PL2ozzDVxiDacXMNqiyYCtaS2O_U7MqFNL&si=8kgCsfd_Wc_1ZWhA

ধন্যবাদ

4 Likes

ডকার খুবই ভালো ধারণা। গিট এর পর ডকার আমার পছন্দের ভালো সমাধান। অবশ্যই ভিডিওর জন্য অনেক শুভ কামনা রইল।

1 Like

ধন্যবাদ কোর্স এর জন্যে। সময় এর সাথে সাথে কোর্স টাও আপডেট করবেন আশা করছি

1 Like

ইন শা আল্লাহ। দোয়া করবেন

1 Like

দোয়া রইলো ভাই। সম্ভব হলে https://podman.io/ টা চেক করবেন এবং এটার উপর একটা সিরিজ করার জন্য অনুরোধ রইলো