Digitalize Note

কাগজের নেওয়া Note গুলো দরকারের সময় কোথায় কি লিখছিলাম খুঁজে পাওয়া যায় না, এজন্য নিয়মিত সেগুলো Digitalize করা উচিত।

এতে

:black_small_square: Searchability বাড়বে
যেকোনো Keyword দিয়ে Notes খুঁজে পাবেন সহজেই।

:black_small_square: Centralized
সব Notes এক জায়গায় থাকলে Access করা সহজ।

:black_small_square: Backup
যেকোনো সময় Access করা যাবে আর Data হারানোর Risk কম।

:black_small_square: Categorize
Note গুলোকে Topic অনুযায়ী Organize করা যাবে।
আপনি যেই Platform এ Comfortable,
যেমন
Notion, Clickup, Google Keep,
Apple Notes, Evernote, One Note

এগুলোর যেকোনো একটা Use করলে Note খোঁজা, Share করা, আর Track করা অনেক সহজ হয়ে যাবে।

3 Likes