কাগজের নেওয়া Note গুলো দরকারের সময় কোথায় কি লিখছিলাম খুঁজে পাওয়া যায় না, এজন্য নিয়মিত সেগুলো Digitalize করা উচিত।
এতে
Searchability বাড়বে
যেকোনো Keyword দিয়ে Notes খুঁজে পাবেন সহজেই।
Centralized
সব Notes এক জায়গায় থাকলে Access করা সহজ।
Backup
যেকোনো সময় Access করা যাবে আর Data হারানোর Risk কম।
Categorize
Note গুলোকে Topic অনুযায়ী Organize করা যাবে।
আপনি যেই Platform এ Comfortable,
যেমন
Notion, Clickup, Google Keep,
Apple Notes, Evernote, One Note
এগুলোর যেকোনো একটা Use করলে Note খোঁজা, Share করা, আর Track করা অনেক সহজ হয়ে যাবে।