একদম Minimal Skill নিয়েই কিভাবে High-Demand Digital Product Sell করবেন?
Digital Product বানানোর Suggestion অনেকেই দেয়, কিন্তু তখনই পিলে চমকে যায়, যখন দেখি Coding শিখার Stack ধরিয়ে দেয়।
Digital Product বানানো, Product Idea বের করার জন্য কোথাও পর্যাপ্ত Guideline নাই। যারা জানে, করে, তারা আবার Networking, Community Contribution করার Stage থেকে অনেক আগেই উপরে উঠে গেছে।
তাই Digital Product বানানর জন্য কিছু Important বিষয় Clear করি চলেন।
প্রথমেই Digital Product একটু পশ শুনা গেলেও Just Digitally বানানো, কাজে লাগে, এমন যেকোনো কিছুই কিন্তু Digital Product.
Simply একটা Facebook Cover Template ও কিন্তু একটা Digital Asset/Product.
তাই কি শিখতে হবে, সেগুলো চিন্তা না করে নিজের Existing Skill এর মধ্যে একটু Find করেন আর অন্তত সেটা দিয়ে শুরু করেন।
কিছু একটা শুরু করলেই একমাত্র আপনি সেটার Next Level এ যেতে কতটুক গভীর পানিতে নামতে হবে সেটা জানতে পারবেন।
আপনার এমন যেকোনো Skill বা Knowledge যেটা আরেকজনের উপকারে আসতে পারে, সেটাই কিন্তু একটা Potential Product Idea.
তারপর দেখেন, আপনার এই Skill/Knowledge এর ওপর Base করে Already কিছু বানানো আছে নাকি Market এ।
Finally, এই Idea আর Existing Product গুলো দেখে Market Demand দেখেন, Confirm হন যে, যেই সময় টা এটার পিছনে দিবেন, সেটা আসলেই Worth it নাকি।
কারণ আমরা এমন কিছুতে অনেক Effort দিতে চাই না, যেটা দিয়ে মাস শেষে চায়ের দোকানের বিল ও দেওয়া যাবে না।
Specific কিছু Digital Product Idea:
E-books:
কিভাবে Bachelor হিসেবে, মাত্র 150 টাকার বাজেটে 10 রকমের রান্না করার Recepe নিয়ে একটা Ebook লিখলেন, দাম ২০টাকা। চলবে না?
এটা তোঁ Just একটা উদাহরণ, এমন আরও অনেক অনেক বিষয় আছে যা মানুষ জানতে চায়। কিন্তু কোথাও গুছিয়ে দেওয়া নাই।
- কিভাবে পুরো মাসের খরচের বাজেট করতে হয় সেটার Template
- এভাবে Weight Loss, Spirituality, Stop Bad Habit, Money Management, Parenting, Home Workout, House Cleaning Checklist, Wife এর রাগ ভাঙ্গানোর ১৫টা কার্যকরী উপায়
(কি Sell হবে না?)
এমন অসংখ্য Idea পাবেন, নিজের Skill/Knowledge এর মধ্যেই।
Online Courses:
জী, আপনাকে অনেকে না বুঝে শুরুতে তাবিজ ব্যবসায়ী বলবে, কিন্তু সেটা আমাদের Cultural সমস্যা।
Offline Course করালে মাননীয় শিক্ষক। Online এ করালে তাবিজ বিক্রেতা!
এগুলোর চিন্তা না করে। আপনার Skill/Knowledge কে Digital Product এ Convert করার জন্য Course বানানো One of the best way. Internationally প্রায় সবাই এটা করছে।
আপনি video, audio, or text-based course ও বানাতে পারেন, অথবা এই ৩টার combination করে একটা Resourceful Program ও Launch করতে পারেন।
Templates:
যেকোনো কিছুর সমাধানে Template বানানো শুরু করে দেন। People Loves Ready Made Solutions.
Microsoft Word, Excell, Powerpoint Template
Photoshop, Illustrator Template
Lightroom, After effects Preset
Canva, Figma, Adobe Xd Templates
CV, Resume Templates
Industry Specific LinkedIn Profile Setup Information Templates
Checklist, ToDo List Templates etc
Cheatsheets
যেকোনো কাজের জন্য কিছু জিনিস থাকে যা সব সময় রিপিট হয় বা কপি পেস্ট করতে হয় এমন জিনিস গুলোর কালেকশন নিয়ে আপনি চাইলে বিভিন্ন Cheatsheet বানাতে পারেন যেখান থেকে কপি পেস্ট করে কাজ চালিয়ে নেওয়া যায়।
Live or Pre-recorded Webinar/Workshop
আমাদের industry তে সম্পূর্ণ গাইডলাইন আর প্র্যাকটিক্যাল Case Study এর অনেক ঘাটতি আছে।
এজন্য যদি একটা ওয়ার্কশপে শুরু থেকে ধরে শেষ পর্যন্ত সবকিছুর একটা Brief দেওয়া যেতে পারে- যেখানে কিভাবে শুরু করতে হবে, কিভাবে এগোতে হবে, আমি নিজে কিভাবে করে এগিয়েছি, আমি কি Result পাচ্ছি, আর কতটুকু রেজাল্ট পাওয়া সম্ভব।
এমন ধারণা দিয়ে Webinar করলে সেগুলোরDemand অনেক আছে যা স্বল্পমূল অথবা ফ্রিতে দিয়ে শুরু করা যেতে পারে।
যাতে তারা অন্যদেরকে রেকমেন্ড করতে পারে আর পরে পেইড ওয়ার্কশপ নিয়ে আসতে পারেন।
Overall, যতদিন সার্ভিস অরিয়েন্টেড ইনকাম থাকবে ততদিন আপনার সময়ের সাথে ইনকাম করার Potential টা Binded থাকবে।
এজন্য আপনার স্কিনের সাথে যায় এরকম যে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে দেখবেন আপনার কাস্টমারররাই আপনাকে জানাচ্ছে তাদের কি লাগবে তখন আপনি সেই প্রোডাক্টগুলোও বানিয়ে তাদেরকে দিতে পারবেন।
একসময় সেই একই Product আপনি কাউকে Hire করে বা নিজেই আরো Organized করে, Feature Include করে বড় করতে পারবেন।
আজকেই শুরু করে দেন।