Degree of comparison বাংলায়

ভাব আদান প্রদানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভংগীতে কথা বলে থাকি। কখনও স্বাভাবিকভাবে আবার কখনও উপমা দিয়ে আবার কখনও বা তুলনা করে। ব্যক্তি বা বস্তু অপর কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করতে ইংরেজিতে ডিগ্রী ব্যবহার করা হয়।

সহজ কথায় Adjective বা গুণের মাত্রাকে Degree বলে।

Degree মূলত ৩ প্রকার। যেমনঃ

As+adj.+as= গুনের সমতা বুঝাতে
Positive=(মত) “Nafiz is as good as his friend”

Adj.+er/more+adj.+than= ২ এর মধ্যে তুলনা করতে
Comparative=(চেয়ে) “Nafiz is better than his friend”

The(adj.+est/most adj.)=সবার মধ্যে শ্রেষ্ঠত্ব বুঝাতে
Superlative=(সবয়েয়ে) “Nafiz is the best student in the class”

Column 1 Column 2 Column 3
Adjective Comparative Superlative
Old Older (the) oldest
Small Smaller (the) smallatest
New Newer (the) newest

Rule: যে সকল adjecctive এক syllable, তাদের শেষে -er/ -est যুক্ত করতে হবে

Column 1 Column 2 Column 3
Adjective Comparative Superlative
big bigger (the) biggest
wet wetter (the) wettest
hot hotter (the) hottest

Rule: যে সকল Adjective এর শেষে একটা vowel + একটা consonant থাকে, তাদের consonant টি ডাবল হয় এবং সাথে er/est যোগ করতে হয়।

Column 1 Column 2 Column 3
Adjective Comparative Superlative
important more important (the) most important
modern more modern (the) most modern
exciting more exciting (the) most exciting

Rule: যে সকল Adjective একাধিক syllable দ্বারা গঠিত তাদের পূর্বে more/most যোগ করতে হয়।

Positive Degree

Kamal is as good as his friend

  • Positive = (মত)
  • As+adj. + as = গুণের সমতা বোঝাতে

Structure: Subject + Be & Action verbs + as+adj. +as + Ext

I am as good as my father - আমি আমার বাবার মত ভালো
I was as good as my father -আমি আমার বাবার মত ভালো ছিলাম
I will be as good as my father - আমি আমার বাবার মত ভালো থাকবো

Comparative Degree

Kamal is better than his friend

  • Comparative = (চেয়ে)
  • Adj.+er/more + adj. + than = তুলনা বোঝাতে(২ এর মাঝে)

Structure: Subject + Be & Action verbs + (Adj+er)/ more+adj. + than +Ext

I am more handsome than him - আমি তার চেয়ে সুদর্শন ।
I was better than Rahim - আমি রহিমের চেয়ে ভালো ছিলাম।
She is more beautiful than the boy - সে বালকটির থেকে বেশি সুন্দরি ।

Note: She এর ক্ষেত্রে more beautifu হবে।

Superlative Degree

Kamal is the best student in the class

  • The (adj+ est/most adj) = শ্রেষ্ঠত্ব বুঝাতে

Structure: Subject + Be & Action verbs + The (adj+ est/most adj) +Ext

I am the most brilliant student of the class - আমি এই কালসের সবচেয়ে মেধাবী ছাত্র।
I was the best student in the class - আমি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিলাম।
I will be the best speaker of this class - আমি এই ক্লাসের সবথেকে ভালো বক্তা হবো ।

2 Likes

অনেক অনেক ধন‍্যবাদ। আরো লেখা চাই।

1 Like