আমরা নিজেকে সবসময় বুঝাই যে
- আমি এখনো Ready না
- সময় আছে আরো
- পরে করবো নে
- আরেকটু Preparation নিয়ে নেই
- কিছু জিনিষ আগে গুছিয়ে নেই
নিজেকেই নিজে Limit করে রাখি, ভাবী
হঠাৎ একদিন আমি PRO হয়ে যাবো।
হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সারাদিন কাজ করার Energy পেয়ে যাবো।
হঠাৎ এমন কিছু একটা পাবো, যা আমাকে কম সময়েই অনেক টাকা Earn করে দিবে।
Mainly আমরা এমন কিছুর জন্য Wait করি যা কখনো হওয়ার চান্স ই নাই।
আসে পাশে যা দেখেন, যাকেই দেখেন সবাই কাজ করছে।
কেউ জানিয়ে করছে, কেউ না জানিয়ে করছে।
কেউ নিজে দিন রাত কাজ করে আপনাকে কম কাজ করে Income করার পদ্ধতি বলে টাকা কামিয়ে নিচ্ছে।
কেউ আবার নিজে কাজ না করে, আপনাকেও Demotivate করছে যাতে আপনি তার থেকে ভালো না করে ফেলেন।
একটা কথা আছে
“The best way to predict the future, is to create it yourself”
আপনি আপনার পরিস্থিতির Control না নিলে, এই দুনিয়া আপনাকে ভালো থাকতে দিবে না For Sure‼️
এই দুনিয়া Confused মানুষের প্রতি কোনো দয়া-মায়া করে না।
Life এর Decision গুলোর Control নিতে হবে, নাহলে Suffer করতে হবে।
No way around