Web development মূলত ক্রিয়েটিভ এবং ফাংশনাল হয় আমার মতে আপনারা কোনটার দিকে বেশি ফোকাস করেন। ক্রিয়েটিভ ওয়েব ডেভলমেন্ট এর মধ্যে অনেক অ্যানিমেশন , থ্রিডি অ্যানিমেশন আরো অনেক কমপ্লেক্স কাজ করা হয় যা দেখতেও খুব ক্রিয়েটিভ লাগে। কিন্তু এমন ক্রিয়েটিভ ওয়েবসাইট আমি কোন বড় কোম্পানিদের দেখিনা। এখন মেইন কথা হলো ক্রিয়েটিভ ওয়েব ডেভলপমেন্ট শিখে লাভ কি কারা ই বা এমন ওয়েবসাইট চায়?
ধন্যবাদ।