আমাদের Attention Span আসলেই কমে গিয়েছে, এত এত Content আর এত কিছু আমাদের Timeline এ, যে আমরা সবসময় “What’s Next!, What’s Next…” এরকম ভাবে Scroll করতে থাকি।
তাই স্বাভাবিক ভাবেই যেই Content টার মধ্যে লিখা বড় আর … See more করে দেখতে হয়, এই Extra effort দিয়ে Tap করার Friction এর জন্য Usually সেটা Skip করে যাই।
User Always Convenient টাই করবে।
এখন Content Writer, Content Creator, বা Service Provider কে সেটার সাথেই মানিয়ে নিয়ে Value Provide করতে হবে।
User কে চাপাচাপি করা যাবে না:
এটা করেন, সেটা করেন,
বড় পোস্ট পড়েন না কেন,
আমার সার্ভিস কিনেন না কেনো,
আমাকে সাপোর্ট করেন না কেন।
It’s Not About You!
It’s about the readers.
They would consume, if you provide what they need.
Not what you like to produce (Full Stop.)