আসসালামু আলাইকুম,
আমি PHP এবং Javascript পারি। একটি কমিউনিটি সাপোর্ট সম্পর্কিত কাজের চিন্তা করছি। আমি চাচ্ছি যে ফেসবুক একটি গ্রুপের জন্য একটি bot বানাতে।
গ্রুপটি চিকিৎসা কেন্দ্রিক তাই যেকেউ পরামর্শ দিলে সমস্যা হয়। আবার পোস্ট দাতা আর moderator দের প্রশ্ন - উত্তর এর মাধ্যমে সমস্যা বুঝে একটা পরামর্শ দিতে হয় যার কারনে পোস্টে কমেন্ট অপশন enable রাখতে হয়। মূলত bot টির কাজ হবেঃ
১। পোস্ট approve হবে moderator দিয়ে। পোস্ট approve হওয়ার সাথে সাথে bot একটি কমেন্ট করবে ঐ পোস্টটিতে (static comment)
২। পোস্ট এ অপ্রয়োজনীয় কমেন্ট আসে। পোস্ট দাতা আর moderator দের জন্য পোস্ট এ কমেন্ট অপশন থাকবে। তবে ঐ পোস্টে অন্য সাধারণ ইউজার কমেন্ট করলে কমেন্ট ডিলেট বা ফ্ল্যাগ করবে. যেহেতু অনেক কমেন্ট পড়বে তাই হয়তো একটা সময় পর পর বা পোস্ট তে webhook থেকে হিট আসলে প্রসেসটি রান করবো। (আমার Queue Scheduler নিয়ে আইডিয়া আছে যা দিয়ে এমন কাজ সার্ভার এ প্রেশার না দিয়ে প্রসেস করতে পারবো ইন শা আল্লাহ )
যদি কেউ গ্রুপ সম্পর্কিত bot বানিয়েছেন বা কোন প্লাটফর্মের bot সার্ভিস ব্যাবহার করেছেন, তাহলে দয়া করে শেয়ার করবেন। এমন না যে একদম উপরের প্রসেস হুবুহু implementation থাকতে হবে। তবে কোন ভালো ব্লগ, tutorial, code base যদি সাজেস্ট করেন, দেখে শিখে নিতে পারবো ইন শা আল্লাহ (আর শিখিয়ে নিলে পারবো হলে তো ১০০/১০০ পারবো ) । এ কাজটি আমার জন্য একদম ই নতুন হবে, তবে এইটা করতে পারলে গ্রুপটির এডমিন টীম খুব উপকৃত হবে।