CONSCIOUS IGNORANCE কেনো করবেন?


অনেক সময়ই Situation কে কন্ট্রোলে আনতে বা নিজেকে Negativity থেকে দূরে রাখতে আপনাকে অনেক কিছু 𝐂𝐨𝐧𝐬𝐜𝐢𝐨𝐮𝐬𝐥𝐲 𝐈𝐠𝐧𝐨𝐫𝐞 করতে হবে।

যেমন ধরেন কেউ আপনাকে অপমান করতে চাচ্ছে & আপনাকে Demotivate করতে চাচ্ছে. তখন আপনি চাইলেই তার কথাগুলো শুনতে/বুঝতে পারার পরও Ignore করতে পারেন।

Even এটা তাকে বুঝতে না দেওয়ার মধ্যেই আপনার Expertise Depend করে।

:one: কৌশলে Topic Change করে ফেলা
:two: অন্য কিছুতে মনোযোগ নিয়ে যাওয়া
:three: ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে বের হয়ে আসা

যেমন:
গুরুত্বপূর্ণ কোন কথার মাঝে কেউ Irrelevant কিছু বলা শুরু করল; তখন আপনি তার সেই গল্পের পয়েন্টগুলোতে রিয়েক্ট না করে, কিছুক্ষণ চুপ করে অপেক্ষা করবেন; তারপর আবার আপনার সেই টপিক নিয়ে Continue করবেন। এটাই Conscious Ignorance এর সঠিক ব্যবহার।

1 Like