অনেক সময়ই Situation কে কন্ট্রোলে আনতে বা নিজেকে Negativity থেকে দূরে রাখতে আপনাকে অনেক কিছু 𝐂𝐨𝐧𝐬𝐜𝐢𝐨𝐮𝐬𝐥𝐲 𝐈𝐠𝐧𝐨𝐫𝐞 করতে হবে।
যেমন ধরেন কেউ আপনাকে অপমান করতে চাচ্ছে & আপনাকে Demotivate করতে চাচ্ছে. তখন আপনি চাইলেই তার কথাগুলো শুনতে/বুঝতে পারার পরও Ignore করতে পারেন।
Even এটা তাকে বুঝতে না দেওয়ার মধ্যেই আপনার Expertise Depend করে।
কৌশলে Topic Change করে ফেলা
অন্য কিছুতে মনোযোগ নিয়ে যাওয়া
ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে বের হয়ে আসা
যেমন:
গুরুত্বপূর্ণ কোন কথার মাঝে কেউ Irrelevant কিছু বলা শুরু করল; তখন আপনি তার সেই গল্পের পয়েন্টগুলোতে রিয়েক্ট না করে, কিছুক্ষণ চুপ করে অপেক্ষা করবেন; তারপর আবার আপনার সেই টপিক নিয়ে Continue করবেন। এটাই Conscious Ignorance এর সঠিক ব্যবহার।