খুব সম্ভবত আপনার কথা বলা স্পষ্ট না। মনে মনে যখন কথা বলি তখন আমাদের কাছে সেটা Clear মনে হয়, কিন্তু অন্য জনকে যখন কোন একটা কিছু বলছি তখন সেটা খুব স্পষ্টভাবে উচ্চারণ করা অনেক Important।
আমি হয়তো আস্তে আস্তে বলে বা জোর দিয়ে না বললেও বুঝতে পারতেছি যে, আমি কি বলতে চাচ্ছি; কিন্তু অন্য আরেকজন যে সেটা Catch করতে পারবে তার নিশ্চয়তা নেই।
ব্যাপারটাকে এমন ভাবে চিন্তা করেন যে, আপনি কোন একটা Device কে Voice Command দিচ্ছেন, তখন আপনি কেমন স্পষ্টভাবে উচ্চারণ করেন আর আপনার নরমাল কথা কিভাবে বলেন সেটার Difference খেয়াল করলেই বুঝতে পারবেন।
আপনার রেগুলার কথার উচ্চারণটা কতটুকু স্পস্ট, সেটার ওপরই নির্ভর করে যে:
আরেকজন আপনার কথার বিভিন্ন লেভেল ধরতে পারছে নাকি
আপনি একটা Joke বললে সে সেটা বুঝতে পারছে নাকি
আপনি Seriously কথা বললে সে Realize করতে পারছে নাকি
এটাই তো Effective Communication, তাই না?