এই পোস্টে লিখব কিভাবে আমরা খুব সহজেই উইন্ডোজের কালার পিকার এর ব্যবহার করতে পারি।
১) প্রথমে আমরা Microsoft Store সফটওয়্যারটি ওপেন করব। তারপর সার্চ বারে গিয়ে আমরা Power Toys লিখে সার্চ দিবো এবং অ্যাপটি ইন্সটল করবো। [ স্ক্রিনশট
এই পোষ্টের কমেন্টে ]
২) অ্যাপটি ইন্সটল করার পর উইন্ডোজের সার্চবারে গিয়ে Power Toys লিখে সার্চ করবো এবং অ্যাপটি ওপেন করবো। ওপেন করার পর আমরা একটি ড্যাশবোর্ড দেখতে পারবো এবং সেখানে Color Picker মডিউলটি Enable করে দিবো।
৩) Enable করার পর আপনি Win + Shift + C প্রেস করবেন। তারপর কালার পিকারটি চলে আসবে তারপর আপনি ব্রাউজার অথবা উইন্ডোজের যেকোন জায়গা থেকে কালার পিক করতে পারবেন। যেখান থেকে কালার পিক করতে চান সেখানে মাউসের কারসরটি রেখে মাউসের বাম বাটনে ক্লিক করবেন এবং কালার কোডের নাম সহ কালার কোডটি পেয়ে যাবেন তিনটি ভ্যারিয়ান্টে (HEX, RGB, HSL) একটি পপআপ উইন্ডোর মাধ্যমে। [ স্ক্রিনশট
এই পোষ্টের কমেন্টে ]
ধন্যবাদ।