কিভাবে Backlog থেকে বের হওয়া যায়।

কাজ করতে যেয়ে আমরা অনেক সময় বিভিন্ন কাজ Skip করে যাই বা Procrastination করার কারণে কাজ গুলো জমতে থাকে । একটা Moment এ এই Backlog গুলাই আমাদের কে Progress করতে দেয় না।

কিছু কিছু Backlog এর Task এমন হয়ে থাকে যেখানে হয়তো আপনার কোন দোষ নেই Client হয়তো Unresponsive, এই Task গুলো মোটামুটি একটা Update Ready করে তাকে Update টা Send করতে পারেন। বলতে পারেন যে When you have time just get back to me. তাহলে সে জানতেছে যে কতটুক Update হয়েছে।
যত Backlog আপনি রেখে দিবেন তত দেখেবন যে আপনার নতুন নতুন Opportunity গুলো Grab করার জন্য যে Positive Energy টা দরকার সেটা থাকতেছে না। এই Positive Energy টা ধরে রাখতে হলে আপনার অন্তত এই Negative Effect গুলো সরিয়ে দিতে হবে।

2 Likes