AWS SES smtp ব্যবহার করার পরেও জিমেইলে স্প্যামে যাচ্ছে। এর আগে দুইটা smtp সার্ভার বাদ দিয়েছি একই কারনে। কেও কি কোনো আইডিয়া দিতে পারবেন? আমার ডোমেইন এর dns প্রপার্টি পাস দেখাছে সব মেইলের show original এ গেলে।
কেউ কি কোনো smtp সার্ভার দিয়ে লারাভেল প্রজেক্ট থেকে মার্কেটিং মেইল এর ক্যাম্পেইন করে থাকেন? যেখানে মেইল জিমেইল এর ইনবক্সে যাচ্ছে স্প্যামে না গিয়ে।
এ টেস্ট করে দেখেন। সাজেশান দিবে সেগুলো এপ্লাই করুন
আর ডোমেইন কোন কারণে ব্লাকলিস্টেড কি না দেখুন
Shameless plug: Probaho.com.bd এর API ইন্টিগ্রেট করতে পারেন। আমার উদ্যোগ। ইমেইল ইনবক্সে ল্যান্ড করানো আমার অন্যতম প্রায়োরিটি
1 Like
SES এ কি আপনার from email এর ডোমেইন ভেরিফাই করছেন? অথবা from email যদি একটাই হয়, শুধু from email টা ভেরিফায়েড হইলেও আর স্প্যামে যাওয়ার কথা না।
1 Like
জ্বী ভেরিফায়েড করা। নতুন ইমেইল থেকে কিনা প্রথমেই বাল্ক মেইল পাঠানো উচিত না একটু ওয়ার্ম আপ করা লাগে। আমি সঠিক জানিনা। জিমেইল এর ট্রাস্ট ইস্যু আছে প্রথম দিকে। আমি আরকি শেডুলিং করে ডেইলি ১৫-২০ হাজার মেইল করতে চাই বলে হয়ত সেম মেইলের কারনে স্প্যাম চলে যায়। আপনার কি মতামত এই বিষয়ে?
জ্বী টেস্ট করেছি। আপনারটা দিয়ে ডেইলি ১৫-২০ হাজার সেম মার্কেটিং মেইল করা যাবে নতুন ওয়েব মেইল থেকে ইনবক্সে যাবে ?
যাবে, আপনার কাস্টমারদের বা সাবস্ক্রাইবারদের মেইল করতে পারবেন।
তবে cold mailing এলাউড না প্রবাহ তে।
1 Like