চলুন API দিয়ে ইনস্টাগ্রাম থেকে Photo Fetch করি।

ইন্সটাগ্রাম থেকে আমরা খুব সহজে আমাদের প্রোফাইলের পোস্ট গুলো Fetch করে আনতে পারি API এর মাধ্যমে।

এর জন্য আমাদের Facebook এর

  • Developers.facebook থেকে app create করতে হবে।

  • তারপর Instagram এর জন্য User Token Generator করতে হবে।

Token Generator প্রসেস ফলো করার জন্য Video টি দেখতে পারেন।

তারপর আপনার application এ এই URL দিয়ে ইস্টাগ্রাম থেকে পোস্ট করা ডাটা গুলো fetch করে শো করতে পারেন।
https://graph.instagram.com/me/media?fields=id,caption,media_type,media_url,permalink,thumbnail_url,timestamp&access_token=accessToken

URL এর শেষে থাকা accessToken এ Facebook থেকে Generate করা access token টা বসিয়ে দিবেন।

ব্যাস এবার আপনার Instagram এর পোস্ট গুলো আপনার awesome বিভিন্ন স্টাইলে আপনার সাইটে শো করান।

1 Like