Android App development এ আসতে চাই

বর্তমান সময়ে যদি Android app development sector আসতে চাই, তাহলে কোন language দিয়া শুরু করা উচিত? এবং java language সে ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ।

জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করে ফ্লাটারে আসতে পারেন।

2 Likes

রাসেল ভাই , ফ্লাটারে তো জাভাস্কিপ্ট না , ডার্ট লাগবে।

ভাই জাভাস্ক্রীপ্ট বলেছি কারন জাভাস্ক্রীপ্ট যে কেউ শুরু করতে পারে এবং নতুনদের জন্য এটা পারফেক্ট। পরে ডার্ট দিয়ে ফ্লাটারে যেতে সহজ হবে। প্রথমেই ডার্ট দিয়ে শুরু করলে একটু কঠিন হতে পারে। আপনার কি মনে হয়?

3 Likes

" java language সে ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ।"
— আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনি প্রথমে জাভা শিখবেন। তারপর কটলিন। এর পর কটলিন দিয়ে এন্ড্রয়েড এপ ডেভেলপ করবেন।
জাভা শিখলে আপনার OOP ভালো ভাবে শিখা হবে এবং এরপর কটলিন শিখলে আপনি কটলিনের মজাটা উপভোগ করতে পারবেন। তবে শুরুতেও কটলিন শিখা যায়। তবে আমার কাছে মনে হয় OOP কটলিন থেকে জাভা দিয়ে বেশি elaborately শিখা যাবে।

5 Likes

রাসেল ভাই, কন্টেক্সট যেহেতু এপ ডেভেলপমেন্ট তাই আমি সেই অনুযায়ী বলেছি। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি ঠিক বলেছেন।

1 Like

অনেক ধন্যবাদ ভাই। আপনার গাইডলাইন আমার চাইতে বেশি ভালো হবে কারন আপনি এই লাইনের লোক।

2 Likes

সবাইকে অসংখ্য ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

1 Like