এতদিন IPv4 ইউজ করতাম। হঠাৎ কোন কারণে মনে হইল নতুন রাউটারে IPv6 চালিয়ে দেখি পারফর্মেন্স ইম্প্রুভ হয় কিনা। যেই ভাবা সেই কাজ। Router(TP Link Archer C80) এ IPV6 সেটাপ করলাম।
ব্রাউজিং স্পিড কোন কারণে ড্রপ করল। কাহিনী হল প্রথমবারে সাইট লোডে অনেক বেশি সময় নিচ্ছিল। এ থেকে বুঝতে পারলাম DNS Query তে সমস্যা হচ্ছে। তারপর Cloudflare, Google DNS সব গুলোই ট্রাই করলাম। রাউটার লেভেল এ, ডিভাইস লেভেল সব ভাবেই ট্রাই করে দেখলাম ফলাফল শুন্য। এরপর গেলাম পিং চেক করতে। দেখে মাথায় হাত। 75% রিকুয়েস্ট টাইমআউট। বাকি পিং রিকুয়েস্টের রেস্পন্স যাও আসল তা অনেক সময় ক্ষেপন করে।
এরপর আর বোঝার বাকি রইল না ঘাপলা টা IPv6 ই তৈরি করছে। সেজন্য ফাইনালি IPv4 এ পুনরায় সুইচ করলাম। কোন ঝামেলা ছাড়াই এখন চলছে।
পসিবল ইস্যুর মধ্যে অনেক গুলো কারণ থাকতে পারে।
১। যেহেতু ল্যাপটপটা আগের তাই হয়ত DNS কুয়েরিতে ভালভাবে পারফরমেন্স করতে পারছে না
২। হয়ত ISP লেভেল এ কোন সমস্যা
৩। অন্য কোন অজানা ইস্যু
আপনি ডেভেলপার হলেও নেটওয়ার্কিং বিষয়ে কিছুটা হলেও নলেজ রাখবেন। দেখবেন অনেক কিছুই সহজ হয়ে যাবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে।