নতুন 4k মনিটর #প্রোডাক্টিভিটি #ইচ্ছাপূরণ

আমার ওয়ার্ক স্টেশনে আগের ২ টা HP M22f পরিবর্তন করে ২ টা 4K মনিটর নিলাম। নতুন মনিটর এর মডেল LG 27UN880 27 Inch UltraFine 4K UHD IPS. সাইজ এ বড় আবার 4K, কাজ করে আসলেই হেব্বি মজা পাওয়া যাচ্ছে।

আপনার ওয়ার্ক স্টেশন দেখতে চাই



11 Likes

২০১৪ তে যে পিসি ব্যবহার করতাম… (ছবিতে ছেলে)

8 Likes

Temp workstation for light work & retro gaming

Main workstation

17 Likes

bhai, HDMI splitter konta use koren?

Monitor to MacBook - Type C to Type C (both)
Monitor to Windows PC - HDMI to HDMI and HDMI to Display Port

২ টা মনিটরই এইভাবে একইসাথে MacBook এবং Windows PC এর সাথে কানেক্ট করা আছে।

@rasel ভাই আপনার সেটাপ ডিটেইলস বলেন প্লীজ। মনিটরের মডেল, মনিটর কানেক্ট করেছেন কি দিয়ে? ম্যাকের মডেল ইত্যাদি।

রুটি গুলা আমাকে ডাকসে

1 Like

এই মনিটর নিয়ে করো জানাশোনা থাকলে রেকমেন্ডেশন চাচ্ছি। আমি নিতে চাচ্ছিলাম কিছুদিন পর।

এই সিরিজের মনিটরের ইউজার একেবারেই নগন্য বলা চলে ভাই। পিসি কমিউনিটিতে হাতেগনা মানুষ এটা নিয়েছে কিন্তু সেরকম ভাল রিভিউ দেখি নি।

সবচেয়ে বড় ডাউনসাইড হচ্ছে এর ওয়ারেন্টি ১ বছরের। ১ লাখ টাকার মনিটরে ১ বছরের ওয়ারেন্টি এটা মানা যায় না। ব্র্যান্ডেড মনিটরে এমনেও ৩ বছর ওয়ারেন্টি থাকেই। অন পেপার এটার স্পেক ভাল কিন্তু ওয়ারেন্টির ক্ষেত্রে চিন্তা করলে খুব কম। আর দামও বেশি। ইন্টারন্যাশনাল মার্কেটে এটার দাম ৮৫০ ডলারের দিকেই।

এই রেঞ্জে ব্র্যান্ডেড কিছু নিতে হলে এইগুলা দেখতে পারেনঃ
১। Philips Creator Series 27E2F7901 27" 4K Professional Monitor Price in BD (এটা নিউ এসেছে দেশে)
২। ASUS ProArt Display PA279CV 27" 4K HDR Monitor Price in Bangladesh

সময় সুযোগ পেলে এগুলার রিভিউ দেখে ডিসিশন নিয়েন ভাই।

Apple Studio Display x 2
Mac Studio x 1
ASUS Gaming Monitor x 1
RaspBerry Pi 3 x1

গুরু, Powermall BD ৪৪,৯০০ টাকায় সেল করতেছে। ওদের প্রাইসিং কম দেখে আরও টেনশনে পড়ে গেছি। :frowning:

৮৫০ ডলারের মনিটর ৪৫ হাজারে কেমনে কি ভাই! ওয়ারেন্টি দিবে? ব্র্যান্ড নিউ?

ওয়ারেন্টি ১ বছর, ব্র্যান্ড নিউ বলেছে। ওরা আরও ৩ টা মডেল সেল করতেছে, একটু দেইখেন তো ভাই।

1 Like

ভাই আমার সাজেশন থাকবে এই মনিটর না নিয়ে আপনি https://www.ryans.com/gigabyte-m32u-31-5-inch-4k-uhd-dual-hdmi-dp-usb-usb-c-gaming-monitor এইটা নিতে পারবেন । আমি নিজে ব্যবহার করছি।

শুকরিয়া ভাই। আমি দেখেছিলাম ৫০ হাজারে ওই মনিটর সেল করতেছে Powermall বিডি, তাই ভাবছিলাম ট্রাই করব কিনা। আপাদত এত বাজেট নাই ভাই :frowning: