WooCommerce Partial Payments রিসিভ এর জন্য কোন প্লাগিন টা বেস্ট?

একটু নতুন স্টার্টাপ বিজনেস এর জন্য বিকাশ (পার্সোনাল) পার্শিয়াল পেমেন্ট রিসিভ আটোমেশন কোন প্লাগিন করা সহজ হবে? ফ্রী বা পেইড।

এটা ব্যবহার করতে পারেন। যে কোন পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করবে। আমি অনেকগুলা সাইটে ব্যবহার করেছি, চমৎকার কাজ করে।

3 Likes

ধন্যবাদ ভাইয়া । বাংলাদেশি পেপেন্ট গেটওয়ে হিসেবে কোন প্লাগিন ভাল হবে, বিকাশ পার্সোনাল পেমেন্ট নেয়ার জন্য। আমি পার্সোনালি Uddokta Pay ব্যবহার করেছি।

বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করা হয়নি আমার। আপনি রিভিউ দেখে ইনস্টল করতে পারেন। অনেক প্লাগিনই এভেইলেবল দেখছি।

এমন কোন পার্সোনাল পেমেন্ট গেটওয়ে নাই। এগুলো মেইনলি রিজেক্স দিয়ে কাজ করে। আর আপনি চাইলে বিকাশ রিটেইল ইউজ করতে পারেন।

1 Like