WooCommerce-এর অর্ডারগুলো স্প্রেডশিট দিয়ে ম্যানেজ করা যায় এমন কোনো ফ্রি প্লাগইন বা কিছু আছে?
আমি চাই:
- ডেলিভারি
- ক্যানসেল
- রিটার্ন
- পেন্ডিং
এই চারটি আলাদা আলাদা ট্যাবে থাকবে স্প্রেডশিটে, প্রতিটির ডেটা যেন আলাদাভাবে থাকে এবং সুন্দরভাবে ম্যানেজ করা যায়।
এছাড়া, এটা কি করা সম্ভব যে আমি গুগল স্প্রেডশিটে ডেলিভারি দেখালে সেটা ওয়ার্ডপ্রেসের WooCommerce ব্যাকএন্ডে আপডেট হবে?
এই সবগুলো ফিচার সুন্দরভাবে কাজ করার জন্য কি কোনো ফ্রি সমাধান বা প্লাগইন আছে?