রিসেন্টলি একটা বেসরকারি পলিটেকনিক এ জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে একটি জব অফার পেয়েছি এবং জানুয়ারিতে জয়েন করবো ইনশাআল্লাহ।
আমার রেসপন্সিবিলিটি থাকবে ওয়েব রিলেটেড সাবজেক্ট গুলি পড়ানো। এক কথায় যদি বলি তাহলে ২০২০ প্রবিধান অনুযায়ী আমাকে স্টুডেন্ট দের Vue Js ও Laravel শেখাতে হবে।
আমি মূলত ফ্লাটার নিয়েই এতদিন শিখতেছিলাম ও এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানে নতুন কিছু নিয়ে কাজ করতে হবে & আমি অবশ্যই চাইবো আমার স্টুডেন্ট রা আমার থেকে অন্তত ইন্টার্ণশিপের জন্য যোগ্যতা অর্জন করে যেতে পারে।
আপাতত গত ৪ দিনে নেট নিঞ্জা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে প্রপ, রাউটিং, মডেল, বাইন্ডিং হাবিঝাবি অনেক কিছুই শিখলাম।
এখন ওয়েব গুরু ভাইয়েরা আমাকে একটু পরামর্শ দেন যে আমি কিভাবে জানুয়ারির আগেই ভিউ আর লারাভেল কভার করবো?
আগে Raw PHP দিয়ে কিছু প্রজেক্ট বানানোর অভিজ্ঞতা আছে। তাই লারাভেল নিয়ে সাহস পাচ্ছি।