VS Code এর ধীরগতির সমাধান

VS Code চালালে ধীরগতির হয়ে যায় এই সমস্যায় যারা আছেন তাদের জন্য এই লেখা।

আমার বড় মনোরেপোতে এই ধীরগতি একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল। খেয়াল করি Activity Monitor এ Code Helper একেবারে ডাকাতি করে প্রসেসর আর মেমরি রিসোর্স দখল করে রেখেছে। পরিস্থিতি এমন যে আমি VC Code ছেড়ে আবার Jetbrains এ ফেরত যাবার চিন্তাও করে ফেলেছিলাম।

অবশেষে সমাধানটা পেলাম। সমাধানটা খুবই সাধারন। VS Code কে node_modules, build. dist এসব ফোল্ডার ওয়াচ করতে নিশেধ করলেই বড় প্রজেক্টেও এডিটর ধীরগতির হবে না।

এজন্য সেটিংস পেজে যান (Cmd + ,) তারপর উপরে ডানে থাকা পেজের মত আইকনে ক্লিক করেন তাহলে settings.json ফাইলটা ওপেন হবে। উক্ত ফাইলের শেষে নিচে থাকা কোড স্নিপেটটা কপিপেস্ট করুন। তারপর এডিটর রিস্টার্ট করুন। যদি এডিটর রিস্টার্টে কাজ না হয় তাহলে লগআউট করে আবার লগইন করুন অথবা কমিউটার রিস্ট্রার্ট করুন। আশাকরি আর ধীরগতির থাকবে না এডিটর।

“files.exclude”: {
/.git": true,
"
/.svn”: true,
/.hg": true,
"
/CVS”: true,
/.DS_Store": true,
"
/tmp”: true,
/node_modules": true,
"
/dist”: true
},
“files.watcherExclude”: {
/.git/objects/”: true,
/.git/subtree-cache/”: true,
/node_modules/”: true,
/tmp/”: true,
/dist/”: true
}

** ক্রেডিট - আসিফ নেওয়াজ ভাই

1 Like