Mark Zuckerberg যদি একটা নরমাল টি-শার্ট পড়ে মিলিয়ন ডলারের প্রেজেন্টেশন দেয় মানু্ষ তাকে বাহবা দিয়ে বলে কতটা সিম্পল ও অহংকারহীন মানুষ !
ঠিক একটা নরমাল টি-শার্ট পড়ে আপনি ২০ হাজার টাকার চাকরীর ইন্টারভিউ দিতে গেলে অফিসের বস আপনাকে বেয়াদব ও কমনসেন্স হীন ছাড়া অন্য কিছু ভাববে না !
আসল ফ্যাক্ট টি-শার্টে না, ফ্যাক্ট হচ্ছে আপনি কোন পজিশন থেকে কোন কাজ করছেন। যখন একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় ! আর একজন যখন সাকসেসফুল ও প্রভাবশালী থাকে তখন তার ভুল গুলোও নতুন নিয়ম বলে মনে হয়।
সমাজের এই নিয়ম আপনি আমি বদলাতে পারবো না, কিন্তু আমাদের পজিশন আমরা বদলাতে পারবো। মনে রাখবেন প্রতিটা অপমানের জবাব কিন্তু আপনাকে দিতে হবে।
বাংলা ভাষায় একটা কথা অনেক জনপ্রিয়, যদি আপনি সাকসেস হোন তবে আপনার লুঙ্গি পড়া তাও ইতিহাস, আর ব্যর্থ হলে ব্লেজার পড়েন আর যাই পড়েন সবই উপহাস !