ফিলিস্তিন ইজরায়েল ইস্যু আমাদের কাছে এখন স্রেফ অভ্যস্ততা। আকাশে নিথর দেহ,খাদ্য বস্ত্রহীন একটা জাতি,গনকবর,সকাল বিকাল বোমা হামলা সবকিছুই আমাদের কাছে নিছক দুর্ঘটনায় পরিনত হয়েছে।অথচ এই ঘটনাগুলোর পিছনে আছে আমাদের ইসলামের গৌরবময় ইতিহাস।
ইসলাম এগিয়ে যাবে রক্ত মাড়িয়ে।প্রতিষ্ঠা হবে আবার উজ্জলদীপ্ত ঈমানি চেতনা।প্রশ্ন হচ্ছে আমি আপনি সাথে থাকবো নাকি দুর্ভাগাদের লিস্টে নাম লিখিয়ে ঘরের কোনে বসে থাকবো।
ওদের জন্য কিছু করতে না পারেন অন্তত নিজের জন্য কিছু করুন।এই বর্বরতার সাক্ষী যেহেতু আপনি আমি হয়েছি সুতরাং আমরা এ নিয়ে জিজ্ঞাসিত হবো।
তাই ইসলামের গৌরবময় শানিত ইতিহাস জানুন।খাবার টেবিলে বসে নিজের পরিবার এর সদস্যদের সাথে এ নিয়ে আলোচনা করুন।তাদের জানান পবিত্রভুমি কি? এর মর্যাদা কি?
আমাদের প্রথম কেবলা ছিলো বায়তুল মাকদীস। এ সম্পর্কে নিজে জানুন অন্যকে জানান। মাসিহুদ্দাজ্জাল কে নিয়ে স্টাডি করুন। কিভাবে তার ফেতনা থেকে নিজে বাচবেন, আপন মানুষদের বাচাবেন তা নিয়ে ফিকির করুন।
কিছুতো করুন।হাইব্রিড ধর্ম নিয়ে আর কত বাচবেন।আপনার ধর্ম ইসলাম।আপনার স্বকীয়তা বজায় রাখুন।কেন আপনি অন্য ধর্মের অনুকরন করবেন?
তাবারিয়া হ্রদ, যুগারের ঝর্না, ফুরাত নদী সম্পর্কে জানুন।
জীবনের সবচাইতে বড় ও কঠিন ভাইবার সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে।সেই ভাইবার দ্বিতীয় প্রশ্নের প্রস্তুতিতে এই সাধারন জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই।।