শপিফাই কী? শপিফাইয়ের ৫টি মজার তথ্য

ওয়েব ডেভেলাপমেন্ট জার্ণিতে আমরা এখন শপিফাই সমুদ্রে অবস্থান করছি। ডাঙ্গা কোথায় এখনো জানি না। কিন্তু বেশ মজাই লাগছে। তাই আজকে শপিফাই নিয়েই একটু মজা করি চলুন।

শপিফাই একটি Cloud-based eCommerce platform। যেখানে খুব সহজেই আপনার অনলাইন স্টোর তৈরি করতে পারেন। পণ্য লিস্ট করতে পারেন এবং পেমেন্ট, শিপিংসহ সবকিছু ম্যানেজ করতে পারেন।

এটি বিশেষভাবে non-technical ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে, তাই কোডিং স্কিল না থাকলেও ব্যবসা চালাতে পারে। তাই তো ফ্রিল্যান্সার, ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্র্যান্ডগুলোও এখন শপিফাই ব্যবহার করছে!

এবার আসুন, শপিফাই সম্পর্কে ৫টি মজার তথ্য জেনে নেই।

১. শপিফাইয়ের জন্ম হয়েছিল একটি স্নোবোর্ড স্টোর থেকে

শপিফাইয়ের শুরুটা হয়েছিল খুবই ইন্টারেস্টিংভাবে। ২০০৬ সালে, Tobias Lütke ও তার বন্ধুরা অনলাইনে স্নোবোর্ড বিক্রির জন্য একটি ওয়েবসাইট বানাতে চেয়েছিলেন। কিন্তু ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজে না পেয়ে, নিজেরাই তৈরি করলেন Shopify

আজ সেই Shopify প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবসার জন্য সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সল্যুশন। ইন্টারেস্টিং না?

২. মাত্র ১৭ মিনিটে Shopify স্টোর তৈরি করা সম্ভব

হ্যাঁ, Shopify এতটাই ইউজার-ফ্রেন্ডলি যে মাত্র ১৭ মিনিটেই একটা অনলাইন স্টোর সেটআপ করা সম্ভব! থিম সিলেক্ট করুন, পণ্য যোগ করুন, আর কয়েকটা সেটিংস ঠিক করলেই আপনি রেডি।

এটা বেসিক স্টোরের ব্যাপার। তবে অবশ্যই প্রোফেশনাল স্টোর বানাতে আরও সময় দিতে হবে।

৩. Shopify-তে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রান্সাকশন হয়

২০২৩ সালে Shopify স্টোরগুলোর মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় $700 বিলিয়ন ডলার। অর্থাৎ, প্রতিদিন Shopify-তে লাখ লাখ ডলার ট্রান্সাকশন হয়।

এই পরিমাণ এত বিশাল যে, অনেকে Shopify-কে “Amazon-এর বড় প্রতিদ্বন্দ্বী” বলেও মনে করা হয়।

৪. Shopify দিয়ে Facebook, Instagram, Amazon-এ পণ্য বিক্রি করা যায়

শুধু Shopify স্টোরেই না, বরং Facebook, Instagram, Amazon, eBay-এর মতো প্ল্যাটফর্মেও Shopify-এর মাধ্যমে পণ্য বিক্রি করা যায়

মানে, Shopify দিয়ে একটা স্টোর বানিয়ে একসঙ্গে বিভিন্ন জায়গায় সেল করা যায়! এক কথায়, ব্যবসার ফুল প্যাকেজ। একজায়গায়, একসাথে, এক ক্লিকে।

৫. Shopify-এর নিজস্ব AI আছে

Shopify-এর নাম শুনলে মনে হতে পারে, এটা শুধু একটা ওয়েবসাইট বিল্ডার। কিন্তু মজার ব্যাপার হলো, Shopify-এর নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যার নাম “Shopify Magic”। এটা স্টোর বানাতে গেলেই বুঝা যায়।

এই AI টুল দিয়ে,

→ অটো প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা
→ মার্কেটিং কন্টেন্ট সাজেস্ট করা
→ কাস্টমার সার্ভিস মেসেজ জেনারেট করা
→ এমনকি ট্রেন্ড বিশ্লেষণ করাও সম্ভব

অর্থাৎ,

শপিফাই এখন শুধু একটি ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, এটি পুরো অনলাইন ব্যবসার ইকোসিস্টেমকেই পাল্টে দিয়েছে।

আমরাও এখন একই পথের পথিক। যতটুকু দেখছি ভালোভাবে শিখতে পারলে অবশ্যই কাজে আসবে।

8 Likes

onek balo laglo shopify somporke kisu janlam.akono class gula suru korte pari nai inshaallah kub taratari ses korbo.

2 Likes

ঠিক বলেছেন ভাই শিখতে খুবই মজা লাগছে

1 Like