সাইট স্পিড অপটিমাইজেশন সংক্রান্ত প্লাগিন রিকুমান্ডেশন

আমার ওয়ার্ডপ্রেস সাইটে আপাতত রেডিস এর মাধ্যমে ক্যাশিং করা আছে তবে , সাইট এর হাই কুয়ালিটি ইমেজ এর কারণে (.webp ফরম্যাট এ সব ) সাইট লোডিং টাইম একটু বেশি । বাট আমি চাচ্ছিলাম আর কিছু ব্যাটার করা যায় কিনা ।

সুতরাং সেক্ষেত্রে ওয়েব এর সব মিডিয়া লাইব্রেরী অফলোডিং করা , তবে আমি চাচ্ছিলাম সাইট এর কন্টেন্ট এর সাইজ অনুযায়ী ইমেজ সেভাবে রেজুলেশন কম হয়ে লোড হবে ।

লাইক প্রোডাক্ট পেইজ এ ইমেজ সাইজ ৩০০৩০০ এবং সিঙ্গেল প্রোডাক্ট পেজ এ ৭০০- হলেও যাতে একটা ইমেজ ভিন্ন ভিন্ন জায়গায় সেই রিজুলেশন হিসেবে লোড হয় । অনেক গুলা প্লাগিন ট্রাই করেছি এক্সপেক্টেড আউট পুট পাচ্ছি না !!

আপনার কোন প্লাগিন রিকুমান্ডেশন থাকলে একটু জানাবেন ।