কোডিং শেখার জন্য দারুণ একটা ওয়েবসাইট

কোডিং শিখতে চান? টুকটাক ইংরেজি জানলেই শুরু করতে পারবেন এই অসাধারণ ওয়েবসাইটটি দিয়ে। এটি একেবারেই ভিডিও গেমের মতই। মানে আপনি একটু একটু করে আগাবেন, প্রগ্রেস দেখবেন, এবং আগাতে থাকবেন।

এই ওয়েবসাইটে খুবই সুন্দর করে সবকিছু সাজানো আছে, ক্লাস থ্রি এর বাচ্চাও চাইলে শুরু করতে পারবে।

প্রথমে বামপাশে পড়ে দেখবেন, তারপর মাঝখানে আপনি কোড করবেন, ডানদিকে দেখতে পারবেন। দারুণ না?

অনেক সুন্দর এই সাইটটি একেবারেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ধৈর্য ধরে শিখলে অনেক কিছুই জানতে পারবেন।

58 Likes

অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। ফেসবুকে শেয়ার করে আরো মানুষের কাছে পৌছে দেয়ার চেষ্টা করেছি।

2 Likes

ধন্যবাদ শেয়ার করার জন্য

এতো সুন্দর একটা সাইট জাতির সামনে তুলে ধরবার জন্য জাতি তোমাকে চিরদিন মনে রাখবে

3 Likes

জাঝাকাল্লাহ ভাই। অনেক অনেক উপকার হলো

1 Like

সুন্দর ওয়েবসাইট। গিট শিখা শুরু করেছি । লিঙ্ক দিলাম ফলো দিয়া দেন মিয়ারা :laughing: :upside_down_face:

1 Like

আমি @Codedex অতটা এক্সপ্লোর করতে পারিনি। তবে
আমার কোডিং শেখা শুরু হয়েছিল এই ওয়েবসাইট থেকে।

2 Likes

Git শিখতে পারি কোনটা থেকে?

শেয়ার করার জন্য ধন্যবাদ :heart:

অনেক উপকারী।
জাযাকাল্লাহ।

চাইলে এইটা দেখতে পারেনhttps://youtu.be/oe21Nlq8GS4?si=z4UYoBuCxthtPMV_

শেখা শুরু করলাম পাইথন। বাপ php কোর্স পেলে ভালো হতো