rasel
November 19, 2024, 6:16am
1
কোডিং শিখতে চান? টুকটাক ইংরেজি জানলেই শুরু করতে পারবেন এই অসাধারণ ওয়েবসাইটটি দিয়ে। এটি একেবারেই ভিডিও গেমের মতই। মানে আপনি একটু একটু করে আগাবেন, প্রগ্রেস দেখবেন, এবং আগাতে থাকবেন।
এই ওয়েবসাইটে খুবই সুন্দর করে সবকিছু সাজানো আছে, ক্লাস থ্রি এর বাচ্চাও চাইলে শুরু করতে পারবে।
প্রথমে বামপাশে পড়ে দেখবেন, তারপর মাঝখানে আপনি কোড করবেন, ডানদিকে দেখতে পারবেন। দারুণ না?
অনেক সুন্দর এই সাইটটি একেবারেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ধৈর্য ধরে শিখলে অনেক কিছুই জানতে পারবেন।
58 Likes
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। ফেসবুকে শেয়ার করে আরো মানুষের কাছে পৌছে দেয়ার চেষ্টা করেছি।
2 Likes
এতো সুন্দর একটা সাইট জাতির সামনে তুলে ধরবার জন্য জাতি তোমাকে চিরদিন মনে রাখবে
3 Likes
Rasel1
November 19, 2024, 8:32am
5
জাঝাকাল্লাহ ভাই। অনেক অনেক উপকার হলো
1 Like
সুন্দর ওয়েবসাইট। গিট শিখা শুরু করেছি । লিঙ্ক দিলাম ফলো দিয়া দেন মিয়ারা
1 Like
আমি @Codedex অতটা এক্সপ্লোর করতে পারিনি। তবে
আমার কোডিং শেখা শুরু হয়েছিল এই ওয়েবসাইট থেকে।
2 Likes
Tanima
December 4, 2024, 8:28am
8
Git শিখতে পারি কোনটা থেকে?
অনেক উপকারী।
জাযাকাল্লাহ।
Asif10H
December 23, 2024, 3:29pm
11
Mostafa
December 24, 2024, 3:04pm
12
শেখা শুরু করলাম পাইথন। বাপ php কোর্স পেলে ভালো হতো