ওপেন সোর্স কন্ট্রিবিউশন কেন করবেন এবং কি বেনেফিট

ওপেন সোর্স কন্ট্রিবিউশন কেন করবেন এবং এর বেনেফিট?

নতুনদের অনেকেই প্রোগ্রামিং সেক্টরে এসে প্রথমেই টাকা কিংবা ইনকামের দিকে ফোকাস দিয়ে থাকে। কিন্তু ফোকাসটা আসলে দেওয়া উচিৎ স্কিল এবং নেটওয়ার্কিং এর দিকে। এখন মূল কথায় আসি

ওপেন সোর্স শব্দটার সাথে আমরা আইটি সেক্টরের অনেকেই পরিচিত। এই টার্মটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। এই ওপেন সোর্সের কারণেই সারা বিশ্বের লাখ লাখ সফটওয়্যার , কোড, লাইব্রেরি, প্লাগিন ডেভেলপাররা ইউজ করতেছে কোন চার্জ দেওয়া ছাড়াই। আপনি হয়ত জেনে থাকবেন জনপ্রিয় লিনাক্স কিন্তু ওপেন সোর্সের কনসেপ্ট থেকেই আসছে।

এখন কথা হল আপনি কিভাবে ওপেন সোর্সে কন্ট্রিবিউট করবেন। ধরেন আপনি একটি ফিচার নিয়ে কাজ করতেছেন অথবা কোন লাইব্রেরি ক্রিয়েট করতেছেন। এখন কোনভাবে আপনার সেই কোড বা কোডের নির্দিষ্ট পার্ট আপনি সবার জন্য উন্মুক্ত করে দিলেন। এতে করে যা হবে তা হল অন্য ডেভেলপার অথবা কোম্পানি সেই একই সমস্যায় পড়লে আপনার কোড তাঁরা ইউজ করবে এবং আপনি এপ্রিশিয়েশন পাবেন। অথবা Medium, Dev to তে একটা ব্লগ লিখে ফেললেন।

ওপেন সোর্সের কমার্শিয়াল বেনেফিট ডিরেক্ট দেখা না গেলেও আপনি তা আস্তে আস্তে টের পাবেন। একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি একটা লাইব্রেরি/কোড স্নিপেট/প্লাগিন/ডেমো প্রজেক্ট গিটহাবে দিয়ে রাখলেন। অন্য ডেভেলপাররা যখন সেই রিলেটেড কোড সার্চ করবে তখন সেই কোড তাঁরা পাবে। আপনার প্রোফাইল ঘাটবে। এতে করে আপনার পরিচিতি বাড়বে, নেটওয়ার্কিং তৈরি হবে। আরো একটি স্পেশাল বেনেফিট হল, তাঁদের কাছে আপনার নিজেকে জাহির করতে হবে না আপনি স্কিলড। কেননা আপনার কোডই আপনার স্কিল শো করার জন্য এনাফ। হয়ত কেউ আপনাকে তাঁর কিছু কাজের জন্য হায়ার করবে অথবা আপনি আপনার সুন্দর একটি কন্ট্রিবিউশন প্রোফাইলের মাধ্যমে কোন কোম্পানিতে ডাক পেয়ে যেতে পারেন।

বর্তমানে দেখা যায় অনেক ডেভেলপার কাজের জন্য ধুমায়া কমেন্ট করে , “I am interested”. এইটা করলে আপনার ক্লাইন্ট পাওয়ার সম্ভাবনা শুন্যের কোঠায় নেমে যাবে। আপনি যদি তাকে তাঁর প্রবলেমের কিছু গাইডলাইন কমেন্ট বক্সে দেন। দেখবেন কিছুক্ষণ পর সেই ক্লাইন্ট আপনার ইনবক্সে এসে গুতো দিবে। এইটাই হল রিয়েল ক্লাইন্ট হান্টিং

ওপেন সোর্স কাজ করে কোন বেনেফিটের আশা করবেন না। কিন্তু বেনেফিট অবশ্যই পাবেন সেটা আজকে না হয় ২ অথবা ৫ বছর পরে হলেও। তাই ফ্রি টাইম থাকলে কিছু কিছু করে ওপেন সোর্স ওয়ার্ল্ডে কন্ট্রিবিউট করুন। এতে আপনার ভ্যালু কমবে না; বরং বাড়বে।

2 Likes

ভালো পরামর্শ। অনেক ধন্যবাদ।

2 Likes