বর্তমান প্রেক্ষাপটে জব এপ্লাইয়ের ইমেইল বা কভার লেটার লেখার সমাধান কি ?

এপ্লাই করার সময় যে ইমেইলটা লেখা হয়। কিংবা ধরেন যে কভার লেটারটা লেখা হয়। সেটা যদি এমেচার টাইপ হয়, কিংবা কিছু ভুল ভ্রান্তি থাকে অথবা সাদামাটা হয়, তাহলে HR-রা রেগে যায়। বলে একটা এপ্লাই-ইমেইল/কভার লেটার যে লিখতে পারেনা, সে আবার কিসের জব করবে। রিজেক্টেড।

আবার খুব সুন্দর করে গুছিয়ে লিখলে। ভালো শব্দ চয়ন এবং গ্রামাটিক্যালি একুরেট হলে, তখন HR-রা ধরে নেয় এটা AI দিয়ে লেখা। তখনও রিজেক্টেড।

এর সমাধান কি ?

Very difficult situation ভাই। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, AI দিয়ে হলেও ভালো মতো একটা স্ট্রাকচার দার করান। অতঃপর নিজের ইউনিক কাজ বা স্কিল গুলো গুছিয়ে সহজে উপস্থাপন করুন। যাতে কিছুটা realistic feel পাওয়া যায়।

1 Like