এপ্লাই করার সময় যে ইমেইলটা লেখা হয়। কিংবা ধরেন যে কভার লেটারটা লেখা হয়। সেটা যদি এমেচার টাইপ হয়, কিংবা কিছু ভুল ভ্রান্তি থাকে অথবা সাদামাটা হয়, তাহলে HR-রা রেগে যায়। বলে একটা এপ্লাই-ইমেইল/কভার লেটার যে লিখতে পারেনা, সে আবার কিসের জব করবে। রিজেক্টেড।
আবার খুব সুন্দর করে গুছিয়ে লিখলে। ভালো শব্দ চয়ন এবং গ্রামাটিক্যালি একুরেট হলে, তখন HR-রা ধরে নেয় এটা AI দিয়ে লেখা। তখনও রিজেক্টেড।
এর সমাধান কি ?