পোষ্ট টা ফেসবুকে লিখেছিলাম আবার এইখানেও দিলাম। হুবহু।
গতকাল ইন্টার্ন নিয়ে একটা পোষ্ট করছিলাম, বলেছিলাম আমাদের অধিকাংশ ইন্টার্ন এ্যপ্লিকেন্ট গন কেন ইন্টারভিউ এ কাজ পান না। আমার ইন্টার্ন জব পোষ্ট আর আগের অভিজ্ঞতা কে মিশায়ে আমার ভালো খারাপ অভিজ্ঞতা শেয়ার করছি।
গত ইন্টার্ন এর পোষ্ট এ প্রায় এ্যপ্লিকেন্ট পেয়েছিলাম ২৫+ জনের। এর মাঝে অধিকাংশ দের সিভি তে আসলে আছে তা বলার মত না, অনেকেই অন্যের সিভি কপি করেছেন কিন্তু যা সিভি কপি করেছেন তার ইনফরমেশন সহ আমাকে মেইল করেছে। মনে হয় সে আসলে সিভি র ইম্পোর্ট্যান্স বোঝেই না। কিছু কিছু সিভি এমন যে তাতে কি ইনফরমেশন দিয়েছে তা দেখলে নিজেই লজ্জা পাবে।
যারা মেইল পাঠিয়েছে তাদের অধিকাংশ দের মেইল এ হয় সিভি না হয় মেইল বডি তে কোন টেক্সট ছিল না। একজন এমন ছিল যে সে মেইল পাঠিয়েছে যার মেইল এ সিভি এবং টেক্সট কিছুই ছিল না।
যাদের মেইল এ সিভি এবং টেক্সট ছিল তাদের অধিকাংশ এআই এর ব্যবহার করেছে খুব সহজেই বোঝা যায়।
কেউ যদি নিজের ক্রিটিয়েভিটি ইউজ করে ২-৩ লাইন লিখে মেইল করত তা অনেক বেশি ইফেক্টিভ হতো।
এর মাঝেও কিছু সিভি ভালো ছিল এবং ১০ জন কে মেইল করা হয়েছে। এর মাঝে ১-২ জন মেইল খোলেই নাই। ৮ জন ইন্টারভিউ টাইম বুক করেছে। বুক করা ৮ জনের মাঝে ১ জন ইনভাইটেশন ডিক্লাইড করেছে, হয়ত তার প্রয়োজন নাই। পোষ্ট লিখছি বিকাল ৩.৩০ এ একজনের সাথে মিটিং ছিল ৩.২০ এ এখন পর্যন্ত সে মিটীং এ জইন করে নাই।
আপনারা যারা বুক ফাটা হাহাকার নিয়ে বলেন ইন্টার্ন এ এতো কম কেন অফার করে, কেন বাড়ায় না। তাদের বলি, আপনি নিজেকে প্রোফেশনাল ওয়ে তে সাবমিট করা শিখুন, নিজের যোগ্যতা কে রিপ্রেজেন্ট করুন সকলেই আপনাকে দাম দিবে।
আর যারা এই সকল বিহ্যাব করেন তাদের আসলে পে করা তো দুরের কথা তাদের মতো গাধা পিটায়ে মানুষ করার জণ্যে উল্টা টাকা নেওয়া উচিত।
এখন বুঝছেন, কেন বাংলাদেশ এ একদলের কেন জব হয় না আর একদল কেন যোগ্য মানুষ পায় না। যাদের সাথে বাকি ইন্টারভিউ শিডিউল আছে তারা সময়মত উপস্থিত হলেই হয়।
যারা নতুন চাকুরী প্রত্যাশি তাদের বলি, কাজ শেখার সাথে সাথে প্রোফেশনাল ম্যানার আর সময়জ্ঞান টাও শিখুন প্লিজ।
ভালো অভিজ্ঞতা হলোঃ এর মাঝেও কিছু সিভি পেয়েছি আর যা লিখেছে তা যদি মনের কথা হয় তাহলে আশাকরি তাদের নিয়ে সামনে আগাতে পারব।
ধন্যবাদ