কিভাবে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টিমে কন্ট্রিবিউশন শুরু করবেন?

ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ভাবে কান্ট্রিবিউট করা যায়। আপনি একজন নন টেক পারসন হলেও সহজেই কান্ট্রিবিউট করতে পারবেন কোন প্রকার কোড না করেই। চলেন তাহলে দেখি কোন কোন রিসোর্স ফলো করে কিভাবে কন্ট্রিবিউট শুরু করতে পারেন।

আমি #bn_BD Polyglots টাইমে General Translation Editor (GTE) হিসাবে আছি। সহজ ভাষার আপনদের থিম/প্লাগিনে কাউকে PTE হিসাবে অ্যাড করতে, কিংবা আপনাদের ট্রান্সলেট করা কোন পেন্ডিং স্ট্রিং আমি অ্যাপ্রুভ করতে পারি।

১। ছবি তুলে সাবমিট করা

লিঙ্ক: WordPress Photo Directory | WordPress.org
রিসোর্স:

২। থিম/প্লাগিনের ইংলিশ শব্দ গুলো বাংলায় অনুবাদ করা।

লিংক: Translate WordPress – Making WordPress Speak Your Language
রিসোর্স:

৩। বেশি বেশি অনুবাদ করে প্রজেক্ট ট্রান্সলেশন এডিটর (PTE) হওয়া:

লিংক: :x:
রিসোর্স:

৪। প্যাটার্ন ডিজাইন করা

লিংক: New Pattern – WordPress.org
রিসোর্স:

৫। ফোরামে সাপোর্ট দেওয়া

লিংক: Forums | WordPress.org
রিসোর্স:

৬। ওয়ার্ডপ্রেস কোরে কন্ট্রিবিউট করা

লিংক: :x:
রিসোর্স:

কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করবেন। আপনার কোন পেন্ডিং ট্রান্সলেশন থাকলেও জানাতে পারেন। আমি শনি - রবিবার ফ্রি থাকি। তখন সব অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্ঠা করব, ইনশাআল্লাহ।

মূল পোস্ট:

20 Likes

ধন্যবাদ ভাই। সবই দেখেছি।

1 Like

কোন হেল্প লাগলে জানাবেন ভাই। :slight_smile:

3 Likes

অসাধারণ রিসোর্স শেয়ার করেছেন

1 Like

আপনার এই ভিডিও দেখেই শুরু করেছিলাম ভাই, ধন্যবাদ এতো সুন্দর করে বুজিয়ে সব কিছু দেওয়ার জন্য

1 Like

কোন পেরা খেলে জানেনই তো কি করতে হবে :wink:

দোয়া করবেন ভাই যেন আরও ভাল ভাল রিসোর্স শেয়ার করতে পারি।

5 Likes

ধন্যবাদ ভাই, এখন পরে ভিডিও গুলো দেখবো, পেরা খেলে কি নক দেওয়া যাবে?

1 Like

ভাই, আপনি প্রতিনিয়ত দারুন দারুন কন্টেন্ট তৈরি করে কমিউনিটি তে ভালো অবদান রাখছেন। আল্লাহ আপনার সময়ে বারাকাহ দান করুন।

2 Likes

শিউর ভাই। কোন সমস্যা হলে এইখানেও কমেন্ট করতে পারেন। তাহলে অন্যরাও উপকৃত হতে পারবে।

3 Likes

আরও বেশি দোয়া চাই ভাই। ফি আমানিল্লাহ :slight_smile:

3 Likes

ফয়সাল ভাই এর এই টিউটোরিয়াল দেখে আমি Photo আর Translation contributor হয়েছি। ভাই আমাকে ব্যাক্তিগত ভাবেও অনেক হেল্প করেছে। অনেক শুভকামনা রইলো।

1 Like

অনেক সুন্দর হইছে ধন্যবাদ ভাই :heart_eyes:

1 Like

ভাই কোর কন্ট্রিভিউশন এ কনফিউশন ছিল। আগে মনে করতাম কোর এ কাজ করা ঝামেলা। এখন আর কোনো প্রব্লেম নেই।সময় পেলে কাজ শুরু করে দিব।ধন্যবাদ ভাই।

2 Likes

সামনে এমন তাবিজ দিব, যে আমার ৫ বছরের ছেলেও কোর কন্ট্রিবিউটর হতে পারবে। :wink:

4 Likes

vi…we need more…about this

আর কি কি চাচ্ছেন ভাই?

তাবিজ চাচ্ছিলাম ভাই।

2 Likes

Dhonnobad vai…video dekha start korci…

1 Like