ওয়েবসাইট সম্পূর্ণ ঠিক চলতেছিল এমন সময় ডাটাবেস টা এক্সপোর্ট করি (ব্যাকআপ হিসেবে, যদি কিছু ভুল হয় তাহলে আবার ইম্পোর্ট করে দিবো) কিন্তু এই সুখ আমার কপালে ছিল না। সেই সুস্থ সবল ডাটাবেস তাকে ইম্পোর্ট করতে পোহাতে হচ্ছে অনেক ঝামেলা।
ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড দিলে আপলোড শেষে একটা error দেয় এবং ১৩৩ টা টেবিল এর মধ্যে ৪৫ টা শুধু ইম্পোর্ট হয়। নিচে error এর স্ক্রিনশট দিয়ে দিলাম।
তারপর
এখান থেকে আপলোড করলে ইনফিনিটি টাইম লোড নিচ্ছে তাও আপলোড হচ্ছে না। ভাগ্যক্রমে একবার আপলোড সম্পূর্ণ হয় কিন্তু ইরোর(Error ) দিয়ে। নিচে স্ক্রিনশট দিয়ে দিলাম।
এখন এই আপলোড দিয়েই সাইট চলতেসে কিন্তু কোনো কিছু আপলোড দেয়া যায় না সাইট এ , পোস্ট create করা যায় না and so on.
কেউ যদি হেল্প করতে পারেন প্লিজ।