ওয়ার্ডপ্রেস এর ডাটাবেস ইমপোর্ট করতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছি, ডাটাবেস টাতে কোনো সমস্যা আছে, সমাধান চাই

ওয়েবসাইট সম্পূর্ণ ঠিক চলতেছিল এমন সময় ডাটাবেস টা এক্সপোর্ট করি (ব্যাকআপ হিসেবে, যদি কিছু ভুল হয় তাহলে আবার ইম্পোর্ট করে দিবো) কিন্তু এই সুখ আমার কপালে ছিল না। সেই সুস্থ সবল ডাটাবেস তাকে ইম্পোর্ট করতে পোহাতে হচ্ছে অনেক ঝামেলা।

ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড দিলে আপলোড শেষে একটা error দেয় এবং ১৩৩ টা টেবিল এর মধ্যে ৪৫ টা শুধু ইম্পোর্ট হয়। নিচে error এর স্ক্রিনশট দিয়ে দিলাম।

তারপর

এখান থেকে আপলোড করলে ইনফিনিটি টাইম লোড নিচ্ছে তাও আপলোড হচ্ছে না। ভাগ্যক্রমে একবার আপলোড সম্পূর্ণ হয় কিন্তু ইরোর(Error ) দিয়ে। নিচে স্ক্রিনশট দিয়ে দিলাম।

এখন এই আপলোড দিয়েই সাইট চলতেসে কিন্তু কোনো কিছু আপলোড দেয়া যায় না সাইট এ , পোস্ট create করা যায় না and so on.

কেউ যদি হেল্প করতে পারেন প্লিজ।

SSH একসেস থাকলে টার্মিনাল থেকে ইমপোর্ট করতে পারেন।

1 Like

এইটা ফলো করে এক্সপোর্ট করেন ভাই। আমি ৪ জিবি ডিবি ও ইমপোর্ট এক্সপোর্ট করেছি কোন ঝামেলা ছাড়াই।

2 Likes

ভাই wp-cli নিয়ে লিখলে ভালো হয়

অনেক গুলো ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি। আস্তে আস্তে আপলোড হবে ইনশাআল্লাহ ভাই।

3 Likes

এটা দারুন।
under the hood এটা mysqldump ব্যবহার করে এক্সপোর্ট করে এবং Mysql CLI দিয়ে ইমপোর্ট করে।

SSH access না থাকলে Adminer ব্যবহার করে ফাইলটা সার্ভারে রেখে সেখান থেকে ইমপোর্ট করতে পারেন

  1. Rename your sql file to adminer.sql and put it in your app directory (in the same directory as adminer.php).
  2. Go to import and do the import.