আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই যেকোনো কোর্স কেনার আগে বেশ কিছু সাবধানতা অবলম্বন করবেন। এতে করে আপনি অনেক ক্ষতির হাত থেকে বেচে যাবেন শুধু তাই নয়, আপনি বেশ লাভবানও হবেন।
অনলাইনে কোর্স কেনার আগে করনীয়ঃ
১। সাথে সাথে কোর্স কিনবেন নাঃ
অবশ্যই কোনো কোর্স দেখে ইনষ্ঠান্ট সিদ্বান্ত নিবেন না। অন্তত ২ ৩ দিন সময় নিয়ে সে কোর্স এর ব্যাপারে বিস্তারিত রিসার্চ করে যদি আপনার কোর্সটি উপযুক্ত মনে হয় তাহলেই কোর্সটি কিনবেন।
২। প্রথমে কোর্স আউটলাইন খুজে বের করবেনঃ
কোর্স আউটলাইন খুজে বের করা অত্যন্ত জরুরী। যে কোর্সটি কিনবেন সে কোর্সের আউটলাইন খুজে বের করবেন। যদি কোর্স আউটলাইন না থাকে তাহলে সে কোর্স কেনা থেকে বিরত থাকুন।
৩। কোর্স আউটলাইন ইউটিউবে চেক করবেনঃ
আর আউটলাইন খুজে পাওয়ার পর আপনি সে আউটলাইন দিয়ে ইউটিউবে সার্চ করবেন। হতেও পারে আপনি বেশ ভালো কিছু টিউটোরিয়াল পাবেন। এমনকি কোর্স এর থেকেও ভালো টিউটোরিয়ালও খুজে পেতে পারেন।
কি কি কারনে কোর্স কিনবেন না?
১। ইনকামের গ্যারান্টি থাকলে।
২। যে কোর্সের উদ্দেশ্য আপনাকে অনলাইন ইনকাম করানো শিখানো। নির্দিষ্ট কোনো স্কিল নাই।
৩। আপনি যদি ফাইনানসিয়ালি খারাপ অবস্থায় থাকেন কিংবা কোর্স করার পর পরই যদি আপনার ইনকাম প্রত্যাশা থাকে।
এগুলি যথাযথভাবে মানলে নতুন হিসাবে আপনার লাভ হবে এতো কোনো সন্দেহ নাই রে ভাই।
ভালো থাকুন।
ধন্যবাদ
শামীম হাসান
এটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম ফেসবুকে। আপনি চাইলে দেখতে পারেন।
আমার ফেসবুকঃ Shamim Hasan