আমার একটা সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা কোম্পানির সাথে চুক্তি করি, পরিচিত এর মধ্যে থেকেই কাজ দিয়েছিলাম ১৬ লাখ টাকায়, পুরো প্রোজেক্ট টাইমলাইন ছিল ৭ মাস, কিন্তু তারা ৮ মাসে ৫০% কাজ কমপ্লিট করে, তাই তাদের সাথে প্রোজেক্ট এর কাজ অফ করে দেই, এখন প্রোজেক্ট টার বাকি কাজ শুরু করতে চাই,
১) আবার কি কোন কোম্পানি হায়ার করে কাজ করাব?
২) নাকি নিজেই ডেভেলপার হায়ার করে কমপ্লিট করব?
৩) কেউ কি পার্টনারশিপ / কোলাবরেশন করে কাজ করতে পারে?
৪) ডেডিকেটেড ডেভেলপার দিতে পারবে প্রোজেক্ট এর জন্য এমন কেউ আছে?
প্রোজেক্ট লারাভেল ও রিএ্যাক্ট এ করা
এই ব্যাপারে কিছু পরামর্শ দরকার
জিজ্ঞাসা ক্যাটাগরি তে পোস্ট হচ্ছে না, রিলোড হচ্ছে বার বার