আমি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রি তে কাজ করতেছি বর্তমানে। আমি দেশের বাইরে রিমোট জব পেতে চাই ওয়ার্ডপ্রেস ডেভলপার হিসেবে। আমার ইংলিশ রিডিং এবং রাইটিং এ সমস্যা নাই। বাট কথা ফ্লুয়েন্টলি বলতে পারি না। তাই একবার মনে হচ্ছে ফ্লুয়েন্ট স্পিকিং শেখার পর এপ্লাই করি, আরেকবার মনে হচ্ছে এপ্লাই করা শুরু করে পরে দেখা যাবে কী হয়।
যারা দেশের বাইরে রিমোট জব করতেছেন তাদের অভিজ্ঞতা এবং সাজেশন জানতে চাই।
ভাই ইংলিশ এ ফ্লুয়েন্ট তো আমরাও না সেভাবে। আপনি বাংলা যেভাবে অনর্গল বলতে পারেন, সেভাবে ইংরেজি বলা বহুত দিনের পর আশা করা যাবে। এপলাই শুরু করেন। হামাগুড়ি দিতে দিতেই দৌড়তে শিখবেন।
ভাই, আপনার Skills, Resume এবং বুঝানোর ক্ষমতা থাকলে, আপনি শুরু করে দিতে পারেন। কিন্তু আপনার Skills এ যদি সমস্যা থাকে, তাহলে শুরু থেকেই বাদ পরে যাবেন। বাংলাদেশ এর সুমন মোল্লা সেলিম ভাই এর একটা Podcast আছে, দেখে আইডিয়া নিতে পারেন