ওয়ার্ডপ্রেস সাইটে বাংলা ফন্ট কীভাবে যুক্ত করা বেশি কার্যকর?

আসসালামু আলাইকুম,

১. ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট কীভাবে যুক্ত করা বেশি কার্যকর হবে? আমার Slider Regulation সহ এলিমেন্টরের মাধ্যমে পেজে কাজ করার জন্য বাংলা ফন্ট ব্যবহার করা প্রয়োজন। সাধারণভাবে ব্যবহার করলে সব ফন্ট ভেঙে যায়।
বাংলা ওয়েব ফন্টের কিছু প্লাগিন দেখলাম, তাছাড়া আরও কিছু ফন্ট প্লাগিন দেখলাম, নাকি ম্যানুয়ালি করবো?
২. গুগল বাংলা ওয়েবফন্ট ব্যবহার করা ভালো নাকি অন্য কোন বাংলা ফন্ট? সব ব্রাউজার এবং ডিভাইসের জন্য কোন বাংলা ফন্ট সব থেকে ভালো?

অগ্রীম ধন্যবাদ।

1 Like

আমি কখনো বাংলা ফন্ট ব্যবহার করিনি তাই বলতে পারলাম নাহ সঠিক ভাবে। কিন্তু কাস্টম ফন্ট ব্যবহার করেছি এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, দেখেন সেই ভাবে করতে পারেন কি নাহ।

image

এলিমেন্টর এ এখান থেকে ফন্ট আপলোড করে কাজ করতে পারবেন অথবা আপনি যে থিম এ কাজ করতেছেন, সেটার একটা চাইল্ড থিম করে, চাইল্ড থিমের মাঝে style.css এ কাস্টম ফন্ট অ্যাড করে দিতে পারেন।

@font-face {
    font-family: 'MyCustomFont';
    src: url('fonts/MyCustomFont.woff2') format('woff2'),
         url('fonts/MyCustomFont.woff') format('woff');
    font-weight: normal;
    font-style: normal;
}
body {
    font-family: 'MyCustomFont', sans-serif;
}

3 Likes

গুগলের বেশ কিছু বাংলা ফন্ট আছে। আমি সেগুলো ব্যবহার করি সাধারণত। এটাই আমার কাছে বেটার মনে হয়।

2 Likes