ফ্রিল্যান্সিং করতে আগ্রহী কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আজ অবধি সফল হতে পারি নি

আমি পিএইচপি খুবই ভাল পারি। র পিএইচপি দিয়ে ইনশাআল্লাহ যে কোন রিকোয়ারমেন্ট সলভ করতে পারবো। এখন কেউ যদি সাজেশন দিতে আমি কোন স্ট্যাক বেছে নিলে ফ্রিল্যান্সিং এ ভালকিছু করার সম্ভাবনা আছে।

1 Like

লারাভেল অথবা ওয়ার্ডপ্রেস শুরু করে দিন।

1 Like

লারাভেলের প্রজেক্ট ত অনেক বড় হয়। নিজে নিজে সময়ে পেরে উঠবো?

যত চিন্তা করে সময় নষ্ট করবেন ততই দেরি হয়ে যাবে।

ওয়ার্ডপ্রেস শুরু করতে ফ্রি রিসোর্স গুলো কোথায় এবং কিভাবে পেতে পারি যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ

1 Like

ওই ফোরামেই ওয়ার্ডপ্রেস গাইডলাইন আছে। একটু কষ্ট করে খুঁজে নিন। কাজ শেখা যেমন জরুরী, খুঁজে নেবার দক্ষতাও জরুরী।

2 Likes

আমি অনলাইনে ফ্রি রিসোর্স থেকেই লারাভেল শিখেছি (চলমান)। আপনি চেষ্ঠা করতে পারেন। সবগুলোই ভালো।

1 Like

প্রচেষ্টা, প্রোজেক্ট, প্রেজেন্টেশন এই ৩টা প মনে রেখে কাজ করে যান, অন্যথায় ৪নং প-তে পিছিয়ে যাবেন।

2 Likes