বেশিরভাগ আইটি প্রফেশনালদের একটি সুপ্ত স্বপ্ন থাকে গ্রামে মুভ করার। গ্রামে মুভ করতে না পারার একমাত্র কারণ হয়ে দাঁড়ায় ভালো ইন্টারনেট কানেকশনের। আবার অনেকেই গ্রামে থেকে ইন্টারনেট নিয়ে ভালো প্যারায় থাকেন। আমি ২ বছর হলো গ্রামে মুভ করেছি, আলহামদুলিল্লাহ ইন্টারনেট নিয়ে আমার কোন সমস্যা হচ্ছে না। আজকে আলোচনা করবো গ্রামে থেকে কিভাবে ভালো ইন্টারনেট পাবেন সেটা নিয়ে।
গ্রাম অঞ্চলে ইন্টারনেট কানেকশনের যেই সমস্যা ৩-৪ বছর আগে ছিলো, তেমন সিনারিও আর নেই এখন। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ন্যাশনওয়াইড আইএসপিগুলি পৌঁছে গেছে। আপনার একটু খোজ খবর নিতে হবে এই যা। এমনও অনেক জায়গায় দেখবেন আপনার পাশের এলাকায় ব্রডব্যান্ড আছে আপনি জানেন না।
মিশন: ফাইন্ডিং ব্রডব্যান্ড
সবার প্রথমে আপনার এলাকার টিভি ক্যাবল প্রোভাইডারদের সাথে যোগাযোগ করুন, গ্রাম অঞ্চলে ব্রডব্যান্ড সার্ভিস মূলত এরাই দেয়। আপনার গ্রামের প্রোভাইডার ব্রডব্যান্ড না দিলে ইউনিয়ন পরর্যায়ে খোজ নিন, সেখানেও না পেলে উপজেলা পরর্যায়ে খোঁজ নিন।
চেষ্টা করবেন ন্যাশনওয়াইড আইএসপি (কার্নিভাল, উদয়) দের কানেকশন নিতে। ন্যাশনওয়াইড আইএসপিদের মধ্যে কার্নিভাল সবচেয়ে বেশি ছড়িয়েছে। এই খোঁজ দ্য সার্চ মিশনে আরেকটি সহজ উপায় হতে পারে এটা, এইএসপির হটলাইনে ফোন দিয়ে আপনার জেলা শহরের প্রভাইডারের নাম্বার নিবেন। জেলা শহরের প্রভাইডারের কাছে খোঁজ নিবেন আপনার এলাকা বা তার আশেপাশে তাদের সার্ভিস কে দিচ্ছে। মূল আইএসপি গ্রাম অঞ্চলের রিসেলারদের খোজ জানে না, সো আইএসপীর হট লাইনে আপনার গ্রামের নাম উলেখ না করা ই ভালো। তাদের কাছ থেকে শুধু জেলা শহরের প্রভাইডারের নাম্বার নিবেন।
আশা করি আপনার এলাকা বা এলাকার আশেপাশে প্রোভাইডার পেয়ে গেছেন। এলাকায় পেয়ে গেলে তো হলোই, আর পাশের এলাকায় পেলে কিভাবে কি করবেন সেটা নিয়ে নেক্সট সেকশন।
মিশন: গেট দ্য ইন্টারনেট
ধরে নিলাম আপনার বাড়ি থেকে ২-৩ কিলোমিটার রেডিয়াসে ব্রডব্যান্ড কানেকশন আছে। তাদের সাথে যোগাযোগ করুন। ট্রাস্ট মি তাদের কে আপনি এভাবে কাঠ খড় পুড়িয়ে খুঁজে বের করেছেন শুনলে ওরা টু মাচ ধরনের পজিটিভিটি দেখাবে। আপনার বাড়ি পর্যন্ত ক্যাবল এর ব্যবস্থা ওরা খুঁজে বের করে ফেলবে। আপনার হয়তো কিছু ক্যাবল কিনে দিতে হতে পারে। আপনার ঢাকার একমাসের বাসা ভাড়ার খরচ দিয়ে আপনি ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন।
এখন ধরলাম আপনার এলাকার ১০-১৫ কিমি রেডিয়াসে কোন প্রোভাইডার নেই। এখন কি করবেন?
এরকম সিনারিয়তে আপনি যোগাযোগ করবেন আপনার জেলা শহরের আইএসপির সাথে। তাদের কে বলবেন আপনি রেডিও লিংক এর মাধ্যমে ইন্টারনেট নিতে চাচ্ছেন। তার হেল্প করবে। আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট ইকুইপমেন্টের খরচ দিবেন, তারা সব ম্যানেজ করে দিবে। ১০-১২ কিমি ইয়ার ডিসটেন্স এর জন্য ৩০-৪০ হাজারে আপনি সেটআপ কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এই ডিসটেন্সের রেডিও লিংক ক্যাবলের মতোই ফাস্ট কিন্তু ক্যাবেলের চেয়ে বেশি রিল্যায়েবল।
কানেকশন রিলায়বিলিটি
গ্রামের ইন্টারনেট কানেকশনে সবচেয়ে বেশি সমস্যা হয় আপটাইম। দেখা যায় আইএসপির আইপিএস এর ব্যাকআপ টাইম কম, বা অনেক বড় ক্যাবল নেটওয়ার্ক হওয়ায় তারও কাটা পরে বেশি। সেটার জন্য আপনাকে আইএসপি খুঁজে বের করতে হবে দুইটা। সবচেয়ে ভালো সার্ভিস যে প্রোভাইডার দিচ্ছে তার থেকে বড় প্যাকেজ নিবেন, আর সেকেন্ড আইএসপি থেকে সবকে ছোট প্যাকেজটা নিয়ে রাখবেন। দুইটা আইএসপি একসাথে ডাউন খুব রেয়ারলি হয়।
নেটওয়ার্কিং নিয়ে টুকতাক জ্ঞান থাকলে আমার মতো দুই আইএসপীর কানেকশন কে রিডানসি/ফেইলওভার সেটআপ করে রাখতে পারেন। কখন ইন্টারনেট বন্ধ হচ্ছে টেরই পাবেন না।
ট্রাস্ট মি এই ২০২৪ এ এসে বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যেখানে হাই স্পিড ইন্টারনেট পাওয়া সম্ভব না। দরকার একটু খোঁজখবর নেয়া আর কিছু খরচ করা। আমি এই পোস্টতা লেখতেছি গ্রামে বসে কার্নিভাল ইন্টারনেট দিয়ে, ঢাকায় যেই প্যাকেজ ব্যবহার করতাম, এখানেও সেই প্যাকেজই ব্যবহার করি। গত জুলাই ছাড়া আমি এই ২ বছরে ইন্টারনেট নাই বলে এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, এমন সিচুয়েশন আসে নি।