একটা উপজেলা বা থানা ভিত্তিক এলাকায় পত্রিকা ব্যবসা শুরু করতে হলে কি কি রিসোর্স লাগে? হাতে হাতে পত্রিকা দেওয়ার পাশাপাশি পত্রিকাকে অনলাইন ভিত্তিক কিভাবে করা যায় মানুষের আগ্রহ বাড়ানোর জন্য?
১। সম্ভবত উপজেলা ভিত্তিক স্থানীয় পত্রিকা ভর্তুকি দিয়ে চালাতে হয় যতক্ষণ না আপনি বিজ্ঞাপন পাচ্ছেন।
২। স্থানীয় সাংবাদিকদের সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে, উনারা খবর এবং বিজ্ঞাপন ম্যানেজ করতে সহায়তা করবে।
৩। অনলাইন ভিত্তিক মানুষের আগ্রহ বাড়ানোর জন্য মুলত ফেসবুক কে টার্গেট করতে পারেন।
৪। স্থানীয় সকল ঘটনার ক্ষেত্রে সবার আগে ফেসবুকে লাইভ এ যাওয়ার চেষ্টা করবেন তাহলে মানুষের কাছে আস্থার জায়গা হয়ে উঠবেন, অবশ্যই খবর হতে হবে নিরপেক্ষ।
আপাতত আর কিছু মাথায় আসছে না, ভালো থাকবেন, ধন্যবাদ।
পত্রিকা আর ব্যবসা শব্দদুটো একসাথে বেমানান। নিয়ত হতে হবে: সঠিক খবর মানুষের কাছে পৌছানো। ব্যবসা সাইড ইফেক্ট হিসেবে আসবে।
আমার হয়তো জানা নেই, স্থানীয় সাংবাদিকরা কি এসব পত্রিকায় কর্মরত থাকেন না?
প্রাথমিক অবস্থায় তো ব্যবসায়ীক উদ্দেশ্য না।মাসিক ভাবে বের হবে মাসে একদিন এর পর আস্তে আস্তে বাড়াবো ভাবছি যেহেতু নিউজ এখন কম আর কোন প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতে চাইলে সেটা আয় হিসেবে ধরলাম। আমি মেইন জানতে চাচ্ছি যে মানুষ তো এখন পত্রিকা পড়ে কম। তাই অনলাইনে কিভাবে মানুষকে পত্রিকা পড়ার জন্য বা ই-পেপার কিনার জন্য আগ্রহী করা যায়।
মোবাইল এপ বানাতে পারেন
অনলাইনে পত্রিকা কে জনপ্রিয় করার জন্য স্থানীয় ফেসবুক গ্রুপগুলোতে আপডেট শেয়ার করতে পারেন। এবং যেসব গ্রুপ সরাসরি মার্কেটিং সাপোর্ট করে না সেখানে একটি ভিন্নভাবে মার্কেটিং করতে হবে। যেমন মনে করুন আপনি আপনার এলাকার গ্রুপে একটা আইডি দিয়ে পোস্ট করলেন, আমাদের এলাকার খবর গুলো কোন ওয়েবসাইট থেকে পাওয়া যেতে পারে সব সময় নির্ভরযোগ্যভাবে? বা আপনি এলাকার পত্রিকা গুলোর লিস্ট চাইলেন। এভাবে আপনার পত্রিকা কে ফেসবুক বিভিন্ন গ্রুপে পরিচিত করাবেন। পাশাপাশি পেইড প্রমোশন চালাতে হবে ফেসবুকে। তবে এখন আমরা যেহেতু ফেসবুকে বেশি খবর দেখি এ কারণে অনলাইন পত্রিকা গুলোকে জনপ্রিয় করার জন্য প্রথমে আপনার পেজটাকে জনপ্রিয় করতে হবে।
এখানে পোস্ট করার সময় টাইটেল টাকে ছোট রাখার চেষ্টা করবেন। এবং মূল টপিকটার বিস্তারিত ভেতরে লিখবেন তাহলে সুন্দর হবে।