শিশুদের জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা উদ্যোগ

আমি শিশুদের নিয়ে কাজ করছি। কেননা আমরা আমাদের দেশকে যতই ভালো করতে চাই না কেন শিশুদের বাদ দিয়ে কোনভাবেই তা সম্ভব না। জনশক্তি দক্ষতা আমাদের দেশের অন্যতম শক্তি । কিন্তু আমাদের দেশে শিশুদের গড়ে তোলা হচ্ছে প্রাচীন নিয়মানুযায়ী। যদিও কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে তবে তা যথেষ্ট নয়। কিভাবে শিশুদের শিক্ষাক্রম সহ সবকিছু সহজে শেখানো যায় তার একটি ধারাবাহিক মডেল তৈরি করতে হবে। এখানে সব বিষয়ের উপর কাজ করতে হবে। কিভাবে একটি শিশুকে ইংরেজি, বাংলা গণিত, বিজ্ঞান, প্রযুক্তি শেখানো যায় শ্রেণিভিত্তিক পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে ও বয়স অনুপাতে একটি এ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। এককথায় শিক্ষার অপরিহার্য পরিপূরক হিসেবে কাজ করবে। যেমন: আমাদের দেশের প্রকাশনীগুলো সহায়ক বই প্রকাশ করছে। কিন্তু সেসব শুধু পাঠ্যপুস্তক এর আলোকে এবং সেখানে কোন প্রোগ্রাম না থাকার কারণে শিশুদের মেধার বিকাশ ঘটে না।

আমার কিছু ধারণা:
শ্রেণি বিভাজন করে কিভাবে সহজে শেখানে সম্ভব হয় তার পদ্ধতি আলোচনা করা। পদ্ধতি অনুপাতে উপযুক্ত এ্যাপ্লিকেশন তৈরি করা । পাঠ্যপুস্তক ব্যতীত কিভাবে বাস্তব কাজে শিক্ষা প্রয়োগ করতে পারে সেই শিক্ষা দান এবং কেমন শিক্ষা গ্রহণ করছে তার বাস্তবিক পরীক্ষার ব্যবস্থা করা। প্রোগাম ব্যবহার করে এসব করা সম্ভব।

একটি প্রোগ্রাম কেমন হতে পারে: ধরা নিলাম, শিশুদের ইংরেজি শেখা শুর করছি।
১। সঠিক উচ্চারণের ধারাবাহিক অক্ষর।
২। অক্ষরের পরিচয় স্পষ্ট করণের বিভিন্ন গেম।
৩। অক্ষরের সঠিক উচ্চারণ বোঝার জন্য প্রোগাম। অক্ষর বললেই টাইপ হবে এরকম।
৪। ছোট ছোট শব্দ গঠন এবং উচ্চারণ, পর্যায়ক্রমে বড়। 3 এর মতো প্রোগাম।
5। বাক্য গঠন ও বাক্যের সঠিক উচ্চারণ। বাক্য স্বয়ক্রিভাবে সঠিক ভুল সহ বিভিন্ন প্রোগাম।

এককথায় সমগ্র বাংলাদেশের পাঠ্যপুস্তুক এর চেয়েও জেন বেশি গুরুত্ব পায় এরকম করতে হবে। কারণ আমাদের দেশের সরকারি খাতগুলোর এমন অবস্থা তারা শিক্ষাকে নিয়ে ভাবছে শুধু নীতিমালায় আর যাদের দিয়ে ভালো করতে চায় তারা সেইসবের প্লে তে পড়াশোনা করছে। কিন্তু একজন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ কি করবে তার কোন সঠিক জবাব নেই। সরকারি চাকুরী প্রত্যাশা যদি সবাই করে বেসরকারী খাতগুলো কে নিয়ন্ত্রণ করবে। সরকারী জনবল প্রয়োজন বর্তমানে মাত্র ২০লক্ষ। তাই আসুন সবাই মিলে কাজ করি শিশুকে যথাযথ শিক্ষা দিয়ে যথাযথ মর্যাদায় অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা কিভাবে পালন করতে পারি। প্রয়োজনে: আমাদের উদ্যেগে গোটা বাংলাদেশে একটি শিক্ষা সমাজ ব্যবস্থা গড়বে। যেখানে ছোট থেকেই প্রোগ্রামিং সহ বিশ্বে গুরুত্ব আছে এমন শিক্ষাদানের বিদ্যালয় তৈরি করি।

আমি কোন প্রোগ্রামার নই। একটু একটু করে শেখার চেষ্টা করছি মাত্র এবং শিক্ষা নিয়ে গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান চালু করছি । আপনাদের একটি ধারণা তৈরির নিমিত্তে আমার তৈরিকৃত একটি ছোট এ্যাপ্লিকেশন শেয়ার করলাম। তবে এটি শুরু মাত্র। শুধু আমার ধারণার ভিত্তিতে তৈরি করার চেষ্টা করছি।

https://homework.btismartschool.com/login.php
user: raselvai
password: R@$eL-V@I

কেউ এটাকে আমার ব্যক্তিগত বিজ্ঞাপন হিসেবে নিবেন না। আমাদের চেষ্টা করতে হবে সমগ্র বাংলাদেশে একটি সুন্দর ও সহজ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করা।

1 Like