চাকরী নিয়ে আমার কিছু কথা আছে।

চাকরী নিয়ে আমার কিছু কথা আছে। ঐতিহাসিকভাবে আমরা অলস!

বাবা-মার হোটেলে ফ্রি খাওয়া-ঘুমানোর জন্য আমাদের পক্ষে হুট করে কষ্ট করা ‘কষ্টকর’ হয়ে যায়।

যারা চাকরী শুরু করে বিশেষ করে আমাদের মুখে একটা কমন কথা ‘ভাই, জবে যে কষ্ট! খালি কাজ করায়!’

ভাইরে/বইনরে, তোমার কর্মস্থল আপনার শ্বশুরবাড়ি না যে আপনাকে “জামাই / বউ” আদর-আপ্যায়ন করা হবে! তা্নাকেয়াপ্নাকে ১০ টাকা বেতন দিলে চেষ্টা করবে আপনার কাছ থেকে ২০ টাকার কাজ আদায় করার জন্য। এটাই নিয়ম।

তাহলে সমাধান? একজন ওয়েব বা সফটওয়ার ডেভেলপার হিসেবে তোমার উচিত কমপক্ষে ৬ মাস থেকে ২ বছর কোন একটা আইটি কোম্পানিতে চাকরী করা। যতই কষ্ট হউক, বেতন কম হোক। এই কয়েকমাসে বা বছরে আপনি যা শিখবেন এই শিক্ষা আপনার সারাজীবন কাজে লাগবে।

একটা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের মানুষ চাকরী করে। কেও ভালো, কেউ মন্দ, কেউ বহুরূপী ইত্যাদি। বা একটা প্রোজেক্ট কিভাবে হেন্ডেল করতে হয়, ক্লাইয়েন্ট এর সাথে কিভাবে কথা বলতে হয়, চাপের মধ্যে কিভাবে কাজ শিখতে, করতে হয় ইত্যাদি অনেক কিছু। এই জিনিসগুলা তুমি টাকা দিয়ে শিখতে পারবে না ! এইগুলা আপনার বাস্তব জীবনে অনেক সাহায্য করবে।

‘বাবু খাইছো?’ সম্পর্কটা যখন শেষ পর্যন্ত ‘বাবু খেয়েছে?’ তে গিয়ে গড়ায় তখন বুঝতে হবে সম্পর্ক শক্তিশালী ছিল, তেমনি বসের সামান্য একটা ধমকে চোখে পানি আসা ছেলে/মেয়েটা যখন একসময় অনেকজনের টিম লিডার হয় তখন বুঝতে হবে অনেক ঝড়ঝাপটা পারি দিয়ে সে এই জায়গায় এসেছে !

কি? চ্যালেঞ্জ নিতে প্রস্তুত?

*** আচ্ছা, ‘চ্যালেঞ্জ’ এর বাংলা কি???

4 Likes

গ্রেট পোস্ট ভাই, আমি কম বেতনে এন্ট্রি লেভেল কাজের জন্য বিভিন্ন জায়গায় এপ্লাই করছি দেখে অনেকে খেপে আছে।এরপর কেউ এধরনের কিছু বললে আপনার পোস্টের লিঙ্ক ধরাই দেব।
আর চ্যালেঞ্জ এর বাংলা ‘প্রতিদ্বন্দ্বিতায় আহবান’ :melting_face:

প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান :blush: আমরা চ্যালেঞ্জ শুনতেই অভ্যস্ত

1 Like