ছোট টিপস:
নতুনদের বা অনেকের একটা কমন অভিযোগ, আমার স্কিল আছে বাট কাজ পাই না।! উদাহরণ সহ বোঝার চেষ্টা করি,
ধরুন, একটি সফটওয়্যার ফার্মে ওয়েব ডেভেলপার নিয়োগ দেওয়া হবে। যদি বলা হয় শুধু “HTML” তাহলে দেখা যাবে ৫০০ জন আবেদন করেছে,
যদি সাথে “CSS & Figma to html” যোগ করা হয় দেখা যাবে কমে ৪৫০ জনে আবেদন করবে, সাথে যদি “CSS Framework & SASS” যোগ করা হয় তাহলে ৩২০ জন আবেদন করবে,
সাথে যদি “JavaScript” যোগ করা হয় দেখা যাবে ১৫০ জন আবেদন করবে, সাথে যদি “WordPress” যোগ করা হয় দেখা যাবে হয়তো ৩০ জনে আবেদন করছে।
মানে হল, স্কিল যত সহজ হয়, প্রতিযোগী বেশী। স্কিল বেশী হলে প্রতিযোগী কমতে থাকে। বিষয়টা আমার নিজস্ব মতামত।
8 Likes
আরেকটা সমস্যা তুলে ধরি। ব্যাপারটা হলো আমরা যারা ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, তাদের বেশিরভাগই ধরেন সারাদিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, কোড লিখে। একদম সবাই না তবে বেশিরভাগই আমার মনে হয়। তো তাদেরকে কেউ আসলে চিনে না, জানে না যে তারা একটা কাজ পারে। একা একা কাজ করে বসে বসে। এক্ষেত্রে তাদেরকে কেউ চিনে না। এবং ফলে দেখা যায় যে, যারা এক্সট্রভার্ট বা যারা নিজের মার্কেটিং করে তাদের চাইতে তুলনামুলকভাবে এরা কাজ কম পায়। মানে একজন ইন্ট্রোভার্ট ডেভলপার হিসেবে কিভাবে কিভাবে নিজের মার্কেটিং করা যায় বা কিভাবে নিজেকে অন্যদের সামনে তুলে ধরা যায়? যেন কখনো কারো হেল্প দরকার হলে নক দেয় বা কারো কোন প্রজেক্ট থাকলে নক দেয়। অন্তত মানুষ যেন জানে যে, অমুক লোক এইটা নিয়ে কাজ করে।
2 Likes