আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আমার একটা হেল্প দরকার।
Simply Static নামে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, যার ফ্রি এবং প্রো দুইটি ভার্সন রয়েছে। আমার প্রো ভার্সনের কিছু ফিচার প্রয়োজন, কিন্তু কিনে ব্যবহার করার অ্যাবিলিটি নেই। তবে এই প্লাগইনের সোর্স কোড গিটহাবে GPL লাইসেন্সের অধীনে দেওয়া আছে: Simply Static GitHub Repository
আমি চাই, কোনোভাবে এই সোর্স কোড থেকে প্রো ভার্সনের প্লাগিনটি তৈরি করে ব্যবহার করতে। কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে আমার তেমন কোনো জ্ঞান নেই; আমি শুধু HTML, CSS এবং JavaScript এর ব্যাসিক জানি।
সুতরাং, আপনাদের কাছে জানতে চাই: এই সোর্স কোড থেকে কিভাবে থিমটি তৈরি করে ব্যবহার করা যেতে পারে?
যদি কেউ এই বিষয়ে সাহায্য করতে পারেন, প্লিজ জানাবেন। ধন্যবাদ সবাইকে!
1 Like
The licenses for most software are designed to take away your freedom to share and change it. By contrast, the GNU General Public License is intended to guarantee your freedom to share and change free software–to make sure the software is free for all its users.
আপনি GNU General Public License (GPL) এর অধীনে থাকা একটি প্রোডাক্ট মডিফাই করে বিক্রি করতে পারেন, তবে এর জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে। GPL এর মূল শর্তগুলি হলো:
-
সফটওয়্যারের সোর্স কোড উন্মুক্ত রাখতে হবে: যদি আপনি কোনো প্রোডাক্ট মডিফাই করেন এবং এটি বিতরণ করেন, তাহলে আপনাকে সংশ্লিষ্ট সোর্স কোডও সরবরাহ করতে হবে। অন্য কথায়, আপনি মডিফিকেশন করে যে সফটওয়্যারটি বিক্রি করবেন, সেটির সোর্স কোডও উন্মুক্ত রাখতে হবে। আমরা সাধারণত যখন কোন সফটওয়্যার ডিস্ট্রিবিউট করি বিশেষ করে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত প্লাগিন থিম সেগুলোর সোর্স কোড উন্মুক্তই থাকে। সুতরাং এক্ষেত্রে সমস্যা হচ্ছে না।
-
লাইসেন্সের শর্তাবলী অক্ষুন্ন রাখতে হবে: আপনি যেই প্রোডাক্টটি মডিফাই করছেন, সেটি অবশ্যই মূল GPL লাইসেন্সের অধীনেই থাকতে হবে। অর্থাৎ, আপনি প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন, কিন্তু প্রোডাক্টের সাথে লাইসেন্সের শর্তাবলীও সংযুক্ত রাখতে হবে, যাতে অন্যান্য ব্যবহারকারীও সেটি একই ভাবে মডিফাই এবং বিতরণ করতে পারে। আপনি যে লাইসেন্সের অধীনে নিচ্ছেন আপনি আবার লাইসেন্স পরিবর্তন করতে পারছেন না এখানে। সুতরাং আপনার প্রোডাক্টটিও GPL হচ্ছে।
-
ফ্রিডম অব ইউজার রাইটস বজায় রাখতে হবে: GPL লাইসেন্সের প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে সফটওয়্যারটি পরিবর্তন এবং ব্যবহার করার স্বাধীনতা দেওয়া। আপনার মডিফাই করা প্রোডাক্টের ক্ষেত্রেও ব্যবহারকারীরা একই রকম স্বাধীনতা পাবেন।
আপনি মডিফাই করা প্রোডাক্ট থেকে বাণিজ্যিকভাবে উপার্জন করতে পারেন, কিন্তু GPL এর শর্তগুলি অবশ্যই মানতে হবে।
এটা উদ্দেশ্য ছিল না।
প্লাগিন বিল্ড করার প্রসেসটা খুজতেছিলাম।