ওয়ার্ডপ্রেসে কোন ফর্ম প্লাগিন ব্যবহার করেন?

আমি গ্রাভিটি ফর্ম ব্যবহার করি। এটার সুবিধা হল অনেক ইন্টিগ্রেশন। পেমেন্ট প্লাগিন থেকে শুরু করে সব ধরনের সিআরএম। ছোটখাটো একটা ইকমার্স সাইটও বানিয়ে ফেলা যায় এটা দিয়ে। গ্রাভিটি ফর্মের হুকসগুলা আরও চমৎকার। ফ্রন্টেন্ড আর ব্যকেন্ডে অনেক কিছুই করা যায়।

28 Likes

আমি Ninja Forms ইউজার। যদিও Gravity Forms ইউজ করেছি অনেক দিন, আর ওদের টিম এর প্রায় সবাই আমাকে চিনে। :slight_smile:

Gravity Forms ইউজ করতে হলে কিনে করতে হবে। আপনার শুধু একটা অ্যাড-অন লাগলেও আপনাকে একটা মেম্বারশিপ বা প্ল্যান নিতে হবে। সেক্ষেত্রে আপনি Ninja Forms পুরুপুরি ফ্রীতেই পাচ্ছেন। চাইলে যেকোন একটা প্লাগিন বা অ্যাড-অন কিনতে পারবেন, মেম্বারশিপ নেওয়া বাধ্যতামূল না। ওদের ও অনেক CRM এর সাথে ইন্টিগ্রেশন আছে Capsule, Civi, HubSpot, Insightly, OnePage, Pipeline, Zoho, Saleforce ইত্যাদি। পুরো লিস্ট পাবেন এইখানে: Add-ons - Ninja Forms - Choose Just the Features You Need

আপনি ফ্রি কাস্টমার হলেও সরাসরি ওদের ফুল সাপোর্ট পাবেন এইখান থেকে: Sign in - Ninja Forms

Gravity Forms এর মতো Ninja Forms এর ও হুক আছে, তবে GF এর মতো রিচ না। আশা করা যায় NF v4 চলে আসলে ভালো ফাইট দিবে যা দুই প্লাগিনের ইউজারদের আরও বেটার সুবিধা দিবে।

11 Likes

Gravity from ব্যাবহার করি, সাইট খুব ছোট হলে contact from 7, ছোট ইলেমেন্টর বেজ সাইট হলে elementor from.

3 Likes

প্রফেশনাল, কন্ডিশনাল বা ফাংশনাল ব্যাপার সেপার থাকলে Gravity Form
আর নরমাল সাইটে Contact Form 7

2 Likes

Contact From 7 is so obsolete. I think for easy form solution, we can use WP Form or Ninja form. And for heavy processing, Gravity form.

2 Likes

BitForm ইউজ করতাম। দেশী ডেভলপারের ফর্ম সলুশন। বেশ সহজ ও সুন্দর সাপোর্ট

2 Likes

Elementor based হলে MetForm use করা হয় বেশি, ফ্রি ভার্সন, সিআরএম, সাবস্ক্রিপশন, পেমেন্ট, উকমার্স চেকআউট সব ফিচার আছে

3 Likes

আমি সব সময় FluentForm ব্যবহার করি। অনেক সুন্দর আর গুছানো একটি প্লাগিন। এটা বাংলাদেশের কোম্পানির তাই বেশি ব্যবহার করা হয়

2 Likes

WSForm | Gravity Form | JetFormBuilder | Fluent Form

1 Like

Always CF7 because it’s free and highly customizable!

1 Like

আমি CROCOBLOCK এর JET FROMS BUILDER USE করি অনেক Advanced. তবে Gravity Forms ইউজ করে দেকবো।

1 Like

Forminator আমি ফরমিনেটর ফর্ম ব্যবহার করি। এইটা সহজে ব্যবহার করা যায়।

Gravity form আর Fluent form । ২ টায় কন্ডিশনাল লজিক ধরাসহ ডিজাইন করা আমার কাছে সহজ মনে হয় ।

Gravity Form for more conditional and fixable fields.

Viya ami crocoblock ar jetformbuilder use kori… Aita somparka apnar ki darona??