স্কিল ডেভেলপমেন্ট এর জন্য কোন সেক্টর নির্ধারন করব এই বিষয়ে হেল্প প্রায়োজন।

কোনটা শিখা শুরু করব, কীভাবে শুরু করব এই বিষয়টাই এখনো নির্ধারন করতে পারছিনা, তার জন্য সামনে ও আগাতে পারছি না। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, সপিফাই, এসইও, গুগল এডস, ফেসবুক এডস, গ্রাফিকর্স ডিজাইন, ভিডিও এডিটিং কোনটা শিখব, এটা এখন আমি নির্ধারন করতে পারছিনা। আমার সবগুলোতে আগ্রহ আছে। তবে সবগুলো শেখা কখনোই সম্ভব না। তাই ফিউচার এর জন্য এখন থেকে আমার কোনটা শিখা শুরু করা বেটার হবে অভিজ্ঞ ভাইয়েরা বলবেন, সেটাই শেখা শুরু করব।

2 Likes

prottekta kichu din explore koren, jeita beshi valo lage sheta niye kaj koren

2 Likes

বেস্ট হবে যদি ওয়েব ডেভলপমেন্ট শিখেন। এই ফোরামের সাপোর্ট অনেক বেশি পাবেন।

1 Like

যেগুলো মেনশন করছেন এর মদ্ধে বেস্ট হবে Shopify/Video editing। এই দুইটার একটায় ফোকাস করেন।

1 Like

পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে না পারলে কোন কাজ থেকেই আপনি সফলতা পাবেন না। যেটায় শিখবেন সিরিয়াসলি শিখবেন, শিখতে শিখতে পাগল হয়ে যাবেন। মনে করবেন আপনার একটাই অপশন খোলা আছে।

আমার পরিচিত এক ভাই শুধু এক্সেল এর কাজ করে প্রতিমাসে এভারেজ $৩৫০০+ আয় করে।

3 Likes