পৃথিবীতে এ পর্যন্ত যত ডেটা তৈরি হয়েছে তার ৯০% তৈরি হয়েছে শুধুমাত্র গত ২ বছরে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান এখন অনেক বেশি তথ্য তৈরি করছে। প্রতিষ্ঠানগুলো চাইছে এসব তথ্য বিশ্লেষণ করে কাজে লাগাতে। ফলে ডেটা সায়েন্সে বিশেষজ্ঞ কর্মীর চাহিদা ব্যাপক আকারে বাড়ছে। আমার স্বল্প জ্ঞানভাণ্ডার থেকে কিছু রিসোর্স সহ ডেটা সাইন্সে ক্যারিয়ার শুরুর পথ-নির্দেশিকা আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বোপরি আমি জিনিসগুলোকে ৩ টি ভাগে ভাগ করেছি।
জুনিয়র (১ম ও ২য় বর্ষের জন্য)
যে কোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক শেষ করে প্রব্লেম সল্ভিং এ নেমে পরেন। আমি সি অথবা সি++ দিয়ে শুরু করার সাজেশন দিচ্ছি। অনলাইন জাজ হিসেবে শুরুর জন্য Beecrowd, Hackerrank, Codeforces ট্রাই করতে পারেন।
সতর্কতাঃ এখানে প্রথমে আপনার অনেক ফ্রাস্ট্রেশন আসবে। ভাবতে পারেন আমার দ্বারা পসিবল না। But don’t give up. The beginning is always the hardest. একবার গ্রীন সিগন্যালের মজা পেয়ে গেলেই আপনি দূর্বার। এক্ষেত্রে সাজেশন থাকবে ফ্রেন্ড সার্কেল মিলে শুরু করেন। ফ্রি টাইমে কন্টেস্ট প্রবলেম নিয়ে তাদের সাথে ডিসকাস করেন।
ইন্টারমেডিয়েট (২য় ও ৩য় বর্ষের ছাত্র)
পাইথন এর বেসিক শিখে ফেলেন। এর সহস্র প্যাকেজের এডভান্টেজ নিয়ে ছোট ছোট কিছু Hobby Project করে ফেলেন। কমিউনিটিগুলোতে যত পারেন একটিভ থাকেন। জুনিয়রদের সাহায্য করেন। প্রোগ্রামিং এর পাশাপাশি কমিউনিটি ও ফোরামগুলোতে কন্ট্রিবিউট করেন। Linkedin প্রোফাইলে নজর দেন। Git টা শিখে ফেলেন এবং প্রজেক্টগুলি গিটে আপডেট রাখেন। বিভিন্ন ইভেন্ট, স্কলারশিপ, ওয়য়ার্কশপ, ট্রেইনিং গুলোর খুঁজ খবর রাখেন। থিসিস কিসের উপর করবেন চিন্তা করতে শুরু করেন।
- পাইথন শিখার রিসোর্স **
** গিট পরিচিতি **
** অনলাইন কমিউনিটি **
সিনিয়র (৩য় ও ৪র্থ বর্ষের ছাত্র)
থিসিস ও ক্যারিয়ার কোন সেক্টরে দাঁড় করাবেন সেই বেসিস এ অগ্রসর হোন। এখানে আমি ডেটা সাইন্স, মেশিন লার্নিং ক্যারিয়ার হিসেবে ধরে কিছু রিসোর্স দেয়ার চেষ্টা করব। তার আগে কমন কিছু রিসোর্স যেগুলা আপনার জীবনকে বদলে দিবে।
*** জব, স্কলারশিপ, হায়ার স্টাডিজ **
- Stackoverflow
- CSE/EEE Jobs in Bangladesh
- Youth Opportunity
- Higher Study Abroad
- Bangladesh Student Association of Higher Study Abroad
- Bangladesh Student Association of Germany
এখন আসি ডেটা সাইন্স, মেশিন লার্নিং এ। ধরে নিলাম আপনি পাইথন জানেন। এই সেক্টরে আপনার আরও লাগবে…
Statistics and Probability
ডেটা কালেকশন
- kaggle
- UCI machine learning
এছাড়াও আপনি ওয়েবসাইট থেকে ডেটা স্ক্রেপিং করে নিয়ে আসতে চাইলে এটা আপনার ভাল একটা রিসোর্স হতে পারে। - Python Data Scrapping Libraries
SQL
- https://www.khanacademy.org/computing/computer-programming/sql
- https://www.sololearn.com/Course/SQL/
ডেটা ভিজুয়ালাইজেশন
মেশিন লার্নিং
এছাড়াও বাংলা কিছু রিসোর্স দিয়ে শুরু করতে পারেন আপনার ডেটা সাইন্সের পথচলা।
লেখক সম্পর্কে
Shaiful Islam, an AI/ML Engineer with over four years of experience, including advanced training in India and Japan, and professional roles in cutting-edge AI applications across multiple companies. Follow me on LinkedIn, Facebook.