খুবই দ্রুত আমাদের কমিউনিটিতে অনেক গুনী মানুষের পদচারণা আর অনেক শিক্ষার্থীরা এসেছেন। এই কমিউনিটি তৈরির আগে সেরকম করে চিন্তাভাবনা করে তৈরি হয়নি। একটা রেডিমেড সিএমএস দিয়ে ৫ মিনিটে এটি তৈরি করা হয়েছে। কিন্তু আপনাদের উপস্থিতি দেখে মনে হয়েছে এটাকে আরও সুন্দর করে সাজানো উচিত। যখন যে বিভাগ প্রয়োজন হয়েছে সেই বিভাগ এড করে দেওয়া হয়েছে। আপনারা আর কি কি বিভাগ চান সেটা এই পোস্টে জানিয়ে দেবেন। বিভাগের সাথে সাব বিভাগও জানাবেন যদি থাকে।
সুখবর হল আমরা নেটিভ অ্যাপ বানানোর কাজ শুরু করে দিয়েছি। প্লেস্টোর বা এপস্টোর থেকে পেয়ে যাবেন শীঘ্রই। লগো, এই আইকন তৈরির কাজও চলছে।
এই সাইট আমার একার না। এই সাইটের সকল একসেস কমিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ডোমেইন একসেস, ক্লাউড একসেস, ইমেইল একসেস শেয়ার করা থাকবে কমিটির কোর মেম্বারদের সাথে।
আমাদের সাইটে প্রতিদিন ব্যাকআপ চালু হয়। আমাদের সাইটের আপলোড অবজেক্ট স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই সাইট রুবি এন্ড রেইলস দিয়ে বানানো বলে কুয়েরিগুলা হয় স্মুথ। মাত্র ২ জিবি র্যাম দিয়ে ১৮০০ কনকারেন্ট ইউজার ব্যবহার করেছে, সাইট স্লো বা ডাউন হয়নি। শীঘ্রই এটিকে বিডিআইএক্স সার্ভারে নেওয়া হবে সুতরাং পারফমেন্স আরও ভালো পাবেন ইনশাআল্লাহ।
যেহেতু ইউজার বাড়ছে সেহেতু আমাদের প্লানও আরও বাড়ছে। আমাদের মডারেটর প্রয়োজন। যাতে করে ইউজারদের সর্বাধিক সাপোর্ট দেওয়া যায়। মডারেটর হতে চাইলে জানাবেন। মডারেটর হওয়ার যোগ্যতা প্রোফাইলে নুন্যতম ১০০ টি লাইক থাকতে হবে এবং নুন্যতম ৫ টি পপুলার টপিক থাকতে হবে যেগুলাতে মিনিমাম ১৫ টি করে লাইক আছে।
আমাদের জন্য কোন সাজেশন বা ভালোবাসার কথা থাকলে জানিয়ে যাবেন।
বেশিরভাগ IT পেশাজীবী সারা দিন বসে থেকে কাজ করার কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই IT পশে এই সম্পর্কিত কিছু ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরি রাখা যায়. যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
কমিউনিটি মডারেটর হবার যোগ্যতা লাইক বা পপুলার টপিক দিয়েই শুধু বিচার করা টা বোকামি হবে। যেহেতু এই পদবী একটা সম্মানসূচক অবৈতনিক কাজ তাই এই সকল কিছুর সাথে সাথে প্রার্থীর যে কোন একটা বিষয়ের উপরে সলিড নলেজ, সাহায্য করার মন মানসিকতা আর কমিউনিটি টাইম দেবার ইচ্ছাকেও মুল্যায়ন করা হোক। শুধু মাত্র লাইক আর পপুলার টপিক দিয়ে বিবেচনা করাটা হিতে বিপরীত হতে পারে।
যেমন আমি এসইও পার্সন আমি ইচ্ছা করলেই ডেভ এর বিষয়ে মডারেশন করতে পারব না, আবার ডেভগন ও গ্রাফিক্স বা এসইও নিয়ে ভালো জ্ঞান নাও রাখতে পারে। সেই বিষয়ের উপরে ভিত্তি করেই বলা। বাকিটা এডমিন আর মডারেটর মিলে সিদ্ধান্ত নিতে পারেন।
পপুলার টপিক আর লাইক হল আবেদনের যোগ্যতা। যে কেউ এসেই তো বলবে আমি ইচ্ছুক মডারেশন করতে। আমি বুঝবো কি করে সে সময় দিতে পারবে অথবা রিসোর্স দিবে আমাদের জন্য? সেই জন্যই এই ক্লাইটেরিয়া। মডারেটররা জেনারেল কাজ করবে, এই ধরেন টপিক এডিট করা, স্প্যাম কন্টোল ইত্যাদি। কোন বিষয় না বুঝলে ফ্লাগ বাটন তো আছেই। অভিযোগ দিলেই এডমিন ব্যবস্থা নিতে পারবে।
Realtime Rendering Technology নিয়ে একটি ক্যাটাগরি খোলার অনুরোধ জানাচ্ছি। যেখানে video games, augmented reality(AR), virtual reality(VR) এবং অন্যান্য Realtime rendering focused development নিয়ে আলোচনা হবে।
ডেভেলপার হিসেবে কাজ করার জন্য নানারকম অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার প্রয়োজন হয়, ম্যাক/লিন্যাক্স বা উন্ডডোজ এর সমস্যা আলোচনার জন্য অপারেটিং সিস্টেম একটি ক্যাটাগরি হতে পারে।