গ্রামীন পর্যায়ে ফ্রিল্যান্সিং এর প্রধান সমস্যা কি?

আসসালামু আলাইকুম আমি মোঃ বেলাল হোসাইন ফ্রিল্যান্সিংয়ে যুক্ত আছি দীর্ঘদিন যাবত আমি গ্রাফিক্স ডিজাইন ইমেজ এডিটিং ও বেসিক ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি এছাড়াও বাংলাদেশ লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এর হয়ে ফেনী জেলায় ট্রেনিং করিয়েছি।

বর্তমানে আমি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় থাকি এটি বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত।

এখানে থেকে ফ্রিল্যান্সিং এর প্রধান সমস্যা হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত জটিলতা এখানে বেশিরভাগ সময় লোডশেডিং হয়ে থাকে এবং সেটা দীর্ঘ সময় ধরে হয় ।

এছাড়াও গ্রামীণ পর্যায়ে ফ্রিল্যান্সিংয়ের আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে এলাকাভিত্তিক সামাজিক বা রাজনৈতিক অস্থিতিশীলতা। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানসিক চাপ নিয়ে বসবাস করতে হচ্ছে।

এমত অবস্থায় আপনারা কিভাবে এ ধরনের প্রতিকূলতা এড়িয়ে এগিয়ে যাচ্ছেন? গ্রামীন পর্যায়ের অভিজ্ঞ ফ্রিল্যান্সার ভাই-বোনদের পরামর্শ গুলো শেয়ার করুন যাতে ভেঙে না পড়ে নতুন ভাবে ইন্সপায়ার্ড হতে পারি।

সকলকে ধন্যবাদ

যদিও আমি অনেককে চিনি আবার অনেককে চিনি না তাই ভাবলাম একটি পোষ্টের মাধ্যমে সকলের সাথে পরিচিত হয়ে নেই যেহেতু একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন।

2 Likes

Tar Age bolen namer age freelancer lagaite kothau theke ki degree nite hoy ?

অফটপিক কথাবার্তা না বলার জন্য অনুরোধ করছি।

1 Like

সোলারে ইনভেস্ট করতে পারেন।

এটার আপাত কোন সমাধান নাই। শহরে মুভ করা সমাধান, যেখানে কেউ কাউকে ঘাটায় না

হ্যা, সোলারের দাম কিন্তু কমেছে। খোঁজ নিতে পারেন।

1 Like

ধন্যবাদ রাসেল ভাই এবং নিজাম ভাই :heart: সেক্ষেত্রে সোলার ভালো হবে নাকি জেনারেটর ভালো হবে?