সময় থাকতে সাবধান হোন, আপনার একাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে বাঁচান

কয়দিন আগেই আমি বলেছিলাম এসএমএস বা কল সিকিউর কিছু না। আপনি মোবাইলে এসএমএস টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রেখেছেন এটা সবচাইতে বেশি নিরাপত্তা ঝুকিতে আছেন। সরকারসহ বিভিন্ন মিডিলম্যান এগুলার একসেস অনায়াসেই পায়। আপনার ফোনে কি কি কথা বলছেন তা বাংলাদেশ টেলিযোগাযোগ মনিটরিং সেল খুব সহজেই শুনতে পারে।

আর আজকে তো Veritasium চ্যানেল একেবারেই হাতে কলমে দেখিয়ে দিল কিভাবে খুব সহজেই অন্য কারোর ফোন থেকে এসএমএস ভেরিফিকেশন বা তার হয়ে কল করে তথ্য হাতিয়ে নিয়ে তার একাউন্ট হ্যাক করা যায়।

তাই সময় থাকতে সাবধান হয়ে যান। কথা বলুন হোয়াটসএপ, সিগনাল বা টেলিগ্রামে। মোবাইলে এসএমএস অথেনটিকেশন এর বদলে অথেনটিকেটর ব্যবহার করুন। নিজেই নিজের নিরাপত্তা দিন।

ভিডিওটি দেখতে পারেন

25 Likes

ধন্যবাদ ভাই এমন গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করার জন্য।

অনেক অনেকে ধন্যবাদ, ভাই।