গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে আগানো যায় গাইড লাইন দিয়ে সহযোগিতা করবেন ।
আপনাকে প্রথমে ভালোভাবে রিঅ্যাক্ট জানতে হবে, যদি রিয়েক্ট জানেন সে ক্ষেত্রে আপনি গুটেনবার্গ প্লাগিন তৈরি করতে পারবেন, আশা করি আপনি অলরেডি প্লাগিন তৈরি করা সম্পর্কে জানেন, এরপরে এখানে সিরিজ থেকে ভিডিও গুলো দেখতে পারেন, উল্লেখ্য এখানে অনেক পুরনো ভিডিও আছে, আপনি গুটেনবার ব্লক ডেভেলপমেন্ট ২০২৪ এই লিস্ট গুলো দেখবেন।
এটা থেকে দেখে দেখে আসতে আসতে চেষ্টা করে দেখতে পারনে আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন। তারপর বাকি ডকুমেনটেশনগুলো পড়ে আরো এডভান্স বিষয়গুলো জানা শুরু করে দিতে পারেন।
গুটেনবার্গ ব্লক ডেভেল্পমেন্ট শুরু করার জন্য আপনাকে জাভাস্ক্রিপ এর লাইব্রেরি রিয়েক্ট জেএস ভালোভাবে জানতে হবে, তাহলে আপনার জার্নি সহজ হবে।
গুটেনবার্গ ব্লক তৈরি করার জন্য অফিশিয়াল ডকুমেন্টেশন ফলো করলে হবে। ব্লক ডেভেলপমেন্টের কুইক স্টার্ট গাইড দেখে নিতে পারেন কিভাবে শুরু করবেন।
ওয়ার্ডপ্রেস এর নিচের কোর্সটাও দেখতে পারেন, উপকারে আসবে।
Gutenberg Block Development এর উপর আমার একটা youtube channel আছে। এখানে আপনি প্রাথমিক ধারনা পাবেন। যদিও অনেক দিন হল নতুন ভিডিও দেয়া হয় না, তবে আমি শীঘ্রই আবার ভিডিও বানানো শুরু করব ইনশাল্লাহ।
লিংকঃ Gutenbergtricks