মার্কেটিং এর হাবিজাবি।

আস সালামু আলাইকুম সবাই কে। এই ফোরাম এ থাকা মোটামুটি সকলেই প্রায় ডেভ বা এই রিলেটেড মানুষ। এর মাঝেও আমি এক মানুষ আছি মার্কেটিং এর এবং ডেভেলপমেন্ট নিয়ে তেমন কিছু জানি না। অনেক আগে, মোটামুটি ২০১৫ সালের আগে কমিউনিটি তে লেখালেখি নিয়ে একটিভ ছিলাম, এরপর ছেড়ে দিয়েছি। আপনাদের সাড়া পেলে আবার লেখা লেখিতে একটিভ হতে চাই। আমার ডোমেইন এর টপিক গুলো এমন, কোর এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, মার্কেটিং প্ল্যানিং, মার্কেটিং টিম ম্যানেজমেন্ট, সাস মার্কেটিং, এ্যাপ এসইও বা এএসও, মার্কেটিং রিসার্স, ক্লায়েন্ট হান্টিং মার্কেটিং।
লেখা পড়তে বেশি স্বচ্ছন্দবোধ করবেন নাকি ছোট ছোট টপিকে ভিডীও দিলে বেশি পছন্দ করবেন? যদিও ভিডিও তেমন বানাই নাই আগে কিন্তু যেভাবেই হোক আবার শুরু করতে চাই। আপনাদের মতামত আমার কাজ কে একটু আগায়ে দিবে।
ইতি
মার্কেটীং ইন্টার্ন
রউফ

20 Likes

ওয়ালাইকুম আসসালাম। দেখেন যেটা ভালো মনে করেন :joy:

14 Likes

শুরু করে দিন, ব্যাক্তিগত ভাবে আমার কাছে লেখাই ভালো লাগে। আর ডেভলপার মানেই যে মার্কেটিং লাগবে না, বিষয়টা কিন্তু এমন না। বরং ফ্রন্ট এন্ড ডেভলপারদের অন পেজ এসইও, টেকনিকাল এসইও, মার্কেটিং রিলেটেড বিভিন্ন টুলস লাইক গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল সম্পর্কে মোটামুটি ভালোই ধারনা থাকা প্রয়োজন। এছাড়া যারা নিজেদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদেরও মার্কেটিং সম্পর্কে ভালো ধারনা থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ।

3 Likes

Start kore din. hope sobai upokrito hobo. post akare lekha prefere kori.

1 Like

এর মাঝে কোন টা শুরু করবো আপনারা বলেন?

1 Like

Client hunting die start korte paren.

2 Likes

Client hunting age chai.video hole besi valo hobe

চাইলে এই দুইটা নিয়ে শুরু করতে পারেন

1 Like

যাই করেন, আগে ক্লায়েন্ট হান্টিং দেখাইয়েন না। আগে কাজ শেখান তারপর ক্লায়েন্ট হান্টিং। একেবারে গাছের মাথায় উঠা ভালো না।

5 Likes

Topic:

  1. SEO Fundamental.
  2. Topic research and advance Google Search.
  3. Advance Onsite SEO.
  4. Marketing Research.
  5. Technical SEO.
  6. Marketing Planning.
  7. Content Planning that Rank.
  8. Marketing Team Management.
  9. Saas Marketing.
  10. Client Hunting.
    আমার মনে হয় এই ক্রম এ লেখালেখি বা ভিডিও বানালে সবার জন্যে বেশি ভালো হবে।
    আপনি ও একটা মতামত দিয়েন।
12 Likes

এবারে পারফেক্ট আছে ভাই। অপেক্ষায় থাকলাম। লেখার পাশাপাশি ছোট ছোট ভিডিও দিলে দারুণ হবে।

2 Likes

ভিডিও ৭-৯ মিনিটের মধ্যে সবথেকে ভালো হবে । ১০ মিনিট + ভিডিও হলে সম্পুর্ন ভিডিও দেখার % কমে যাবে অনেক।

2 Likes

ভাই অনেক এক্সপার্ট আছে, কিন্তু ক্লায়েন্ট এর অভাব।
তাদের জন্য ক্লায়েন্ট হান্টিং টা বেশ উপকারি।

যারা এক্সপার্ট তারা অপেক্ষা করবে। এখনই ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দিলে নতুনরা ক্লায়েন্ট হান্টিং শুরু করবে।

3 Likes

আমার নিজের ও কিছু প্রোজেক্ট এ কাজ করতে হয়। আমার পক্ষেও অনেক বেশি লিখা বা ভিডিও তৈরী করা পসিবল না। আমার ও মনে হয় একবারে শুরু করি বেসিক দিয়ে। ইনশাআল্লাহ সকল কিছুই কভার করব।

5 Likes

Assalamu Alikum Bhai
core SEO diye shuru korte paren

শিখতে চাই আপনার কাছ থেকে।

ইনশাআল্লাহ , এক সাথে সবাই শিখবো

5 Likes

মার্কেটিং প্ল্যানিং, সাস মার্কেটিং

please make video instead of text conent